Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Saturday, July 10, 2010

Fwd: [bangla-vision] Fw: জামায়াতের তিন শীর্ষ নেতাকে ২৯ জুন ২০১০ গ্রেফতার করার পর থেকে সরকার সমর্থক সংবাদপত্র ও মিডিয়াগুলো পরিকল্পিত সিন্ডিকেটেড অপপ্রচারের ঝড় তুলেছে।



---------- Forwarded message ----------
From: kazi Mohammad Ismail <kazimohammadismail@yahoo.com>
Date: 2010/7/9
Subject: [bangla-vision] Fw: জামায়াতের তিন শীর্ষ নেতাকে ২৯ জুন ২০১০ গ্রেফতার করার পর থেকে সরকার সমর্থক সংবাদপত্র ও মিডিয়াগুলো পরিকল্পিত সিন্ডিকেটেড অপপ্রচারের ঝড় তুলেছে।


 


--- On Fri, 7/9/10, Bangladesh Jamaat-e-islami <info@jamaat-e-islami.org> wrote:

From: Bangladesh Jamaat-e-islami <info@jamaat-e-islami.org>
Subject: জামায়াতের তিন শীর্ষ নেতাকে ২৯ জুন ২০১০ গ্রেফতার করার পর থেকে সরকার সমর্থক সংবাদপত্র ও মিডিয়াগুলো পরিকল্পিত সিন্ডিকেটেড অপপ্রচারের ঝড় তুলেছে।
To: shaheensw@gmail.com
Cc: mujibsuma@hotmail.com, mujibsuma@yahoo.com
Date: Friday, July 9, 2010, 9:04 AM

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতাকে গত ২৯ জুন-২০১০ গ্রেফতার করার পর থেকে সরকার সমর্থক সংবাদপত্র ও মিডিয়াগুলো পরিকল্পিত সিন্ডিকেটেড অপপ্রচারের ঝড় তুলেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ তিন শীর্ষ নেতাকে গত ২৯ শে জুন ২০১০ গ্রেফতার করে রিমান্ডে নেয়ার পর থেকে গোয়েন্দা পুলিশ সূত্রের বরাত দিয়ে তাদের বক্তব্যের মিথ্যা উদ্বৃতি দিয়ে সরকারের সমর্থক এবং ইসলাম বিদ্বেষী সংবাদপত্র ও মিডিয়াগুলোতে পরিকল্পিতভাবে ভিত্তিহীন সিন্ডিকেটেড মিথ্যা রিপোর্ট তৈরী করে অপপ্রচারের ঝড় তুলেছে। আওয়ামী মহাজোট সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছে এ অপপ্রচার তারই অংশ। 

পত্রিকাগুলো যে কি জঘন্য মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার কিছু প্রমাণ নিম্নে তুলে ধরা হলোঃ-
গত ৮ই জুলাই প্রকাশিত দৈনিক ইত্তেফাকে "জামায়াতের জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করলেন মুজাহিদ" শিরোনামে প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে-  "সাইদুর রহমানের দেয়া এ তথ্য সম্পর্কে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও মুজাহিদকে গত দুইদিনে আলাদা আলাদাভাবে ঘুরে-ফিরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তারা কেউ এখনো স্বীকারোক্তি দেননি বলে জানা গেছে।  (ইত্তেফাক ৮/৭/২০১০)।" ইত্তেফাকের এ রিপোর্টের শিরোনামে যে কথা লেখা হয়েছে জামায়াত নেতৃবৃন্দের উদ্বৃতি দিয়ে পরক্ষণেই তা সম্পূর্ণ বিপরীত কথা লেখা হয়েছে।

দৈনিক যুগান্তরে "জামায়াতের জঙ্গি কানেকশন- জেএমবি সদস্যের মুখোমুখি মুজাহিদকে জিজ্ঞাসাবাদ" শিরোনামে ৮ জুলাই প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে-  "জামায়াত আমীর মতিউর রহমান নিজামী ও মুজাহিদকে গত দু'দিনে আলাদাভাবে ঘুরেফিরে জঙ্গি কানেকশন সম্পর্কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে তারা কেউ স্বীকারোক্তি দেননি। (যুগান্তর ৮/৭/২০১০)।" দৈনিক যুগান্তরের এ রিপোর্টে ও দৈনিক ইত্তেফাকের রিপোর্টের মত স্ববিরোধিতা ও বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক যুগান্তরে "জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি কানেকশনের প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা।" শিরোনামে ৯জুলাই প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে-  "গোয়েন্দা হেফাজতে জামায়াতের শীর্ষ তিন নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদী এসব অভিযোগ অস্বীকার করেছেন। (যুগান্তর ৯/৭/২০১০)" দৈনিক যুগান্তরের এ রিপোর্টেও স্ববিরোধিতা ও বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক কালের কণ্ঠে ৯ই জুলাই "গোলাম আযমকে নজরদারিতে রাখার খবর সত্য নয়" শিরোনামে প্রকাশিত রিপোর্টে লেখা হয়েছে যে, "জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে নজরদারিতে রাখার বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার একেএম  শহীদুল হক। তাঁকে গ্রেফতারের চেষ্টা অথবা হয়রানির বিষয়টিও তিনি নাকচ করে দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কমিউনিটি পুলিশিং বিষয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। (কালের কণ্ঠ ৯/৭/১০)।" অথচ গত ৮ই জুলাই প্রকাশিত দৈনিক জনকণ্ঠ, সমকাল, ভোরের কাগজ, সংবাদ, কালের কণ্ঠ, ডেসটিনি ইত্যাদি সংবাদপত্রে লেখা হয়েছিল যে "গোলাম আযম নজরদারীতে" কি জঘন্য মিথ্যাচার। এ থেকে সহজেই অনুমান করা যায় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর নেতাদের বিরুদ্ধে কি জঘন্য মিথ্যাচার চলছে। সাংবাদিকতা ও সংবাদপত্রের নীতিমালা ভূলুণ্ঠিত হচ্ছে। হলুদ সাংবাদিকতা আর কাকে বলে?

কেন্দ্রীয় প্রচার বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী


__._,_.___




--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...