Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Tuesday, May 26, 2015

গাঙ্গুলীকে ভাবার সময় দিল ভারতীয় বোর্ড

গাঙ্গুলীকে ভাবার সময় দিল ভারতীয় বোর্ড
ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা : সৌরভ গাঙ্গুলির হাতেই কি শেষ পর্যন্ত তুলে দেওয়া হবে ভারতীয় দলের দায়িত্ব? সেটাই মনে হচ্ছে। সৌরভকে সময় নিতে বলছেন অনুরাগ ঠাকুর৷‌ সৌরভকে টিম ডিরেক্টর কিংবা কোচ করার বিষয়টি নিয়ে জোরালো ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বেশ কয়েকটি সিদ্ধান্তে৷‌


বাংলাদেশের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে ৫ জুন কলকাতায় মিলিত হবেন ক্রিকেটাররা৷‌ ৬ জুন ফিটনেস টেস্ট৷‌ পরের দিন ঢাকা পাড়ি দেবে ভারতীয় দল৷‌ শ্রীনিবাসনের জমানায় এর আগে যতবার বাংলাদেশ গেছেন ধোনিরা, হয় মুম্বই অথবা দিল্লি হয়ে ঢাকা উড়ে গেছে৷‌ তার আগে যখনই বাংলাদেশ সফরে গেছে, এই কলকাতাতেই বসত ভারতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প৷‌ দীর্ঘদিন পর আবার কলকাতা হয়ে ঢাকা যাচ্ছে ভারতীয় দল৷‌ তাহলে কি কলকাতাতেই সৌরভের হাতে দায়িত্ব তুলে দিয়ে কোহলিদের ঢাকা পাঠানো হবে?


সৌরভ অবশ্য ঘনিষ্ট মহলে বলেছেন, তাকে এখনও পর্যন্ত কেউ কিছু জানায়নি৷‌ বোর্ড সচিব বলছেন '৬ জুনের মধ্যেই সব কিছু চূড়ান্ত হয়ে যাবে৷‌ টিম ডিরেক্টর ও কোচের নাম জানিয়ে দেব৷‌' সোমবার তাজ বেঙ্গলে আই পি এলের গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে বিকেলে বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার বাড়িতে যান অনুরাগ ঠাকুর, রাজীব শুক্লা৷‌ বোর্ডের একটা মহল বাংলাদেশ সফরের জন্য রবি শাস্ত্রীকেই টিম ডিরেক্টর হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলছে৷‌ তারপর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর সময় সৌরভের হাতে দায়িত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছে বোর্ডের ওই অংশ৷‌ অনুরাগ ঠাকুর বলেন, 'ভারতীয় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির প্রচুর অবদান৷‌ ভারতীয় দলের কোচ ও সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বেশ কিছুদিন ধরে নানা জল্পনা চলছে৷‌ এই বিষয়টা নিয়ে আমাদের কয়েক দিন সময় দিতে হবে৷‌ যাই সিদ্ধান্ত নিই না কেন, ভারতীয় ক্রিকেটের স্বার্থেই করব৷‌ খুব শিগগিরই কোচ ও সাপোর্ট স্টাফ বেছে নেওয়া হবে৷‌' সৌরভ গাঙ্গুলির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এ ব্যাপারে আমার কোনও ধারণা নেই৷‌' রবি শাস্ত্রী বলেন, 'ভারতীয় দলের টিম ডিরেক্টরের বিষয়টা নিয়ে কোনও কথা হয়নি৷‌' আই পি এল নিয়ে অনুরাগ ঠাকুর বলেন, 'অনেক গুজব উঠেছিল৷‌ আই পি এল দারুণ সাফল্যের সঙ্গে শেষ হয়েছে৷‌ একটা মাত্র রিপোর্ট এসেছিলেন৷‌ এক ক্রিকেটারকে ম্যাচ গড়াপেটা সংক্রান্ত প্রস্তাব দেওয়া হয়েছিল৷‌ সংশ্লিষ্ট ক্রিকেটার তৎক্ষণাৎ দুর্নীতি দমন শাখার কাছে বিষয়টা জানিয়েছিল৷‌ বোর্ড ক্রিকেটারদের এ ব্যাপারে যে সচেতন করেছিল, তা কাজে দিয়েছে৷‌' পরবর্তী আই পি এল নিয়ে বেশ কিছু প্রস্তাব এসেছে বলে জানান রাজীব শুক্লা৷‌


(ঢাকাটাইমস/২৬মে/ডিএইচ)
- See more at: http://www.dhakatimes24.com/2015/05/26/67440/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1#sthash.ZsOApt8C.dpuf

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...