Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Sunday, August 30, 2015

अंतरराष्ट्रीय गुमशुदा दिवस पर बांग्लादेश में आधा सैकड़ा गुमशुदगी की खोजबीन।আন্তর্জাতিক গুম দিবস আজ :নিখোঁজ অর্ধশত সাধারণ মানুষ

अंतरराष्ट्रीय गुमशुदा दिवस पर बांग्लादेश में आधा सैकड़ा गुमशुदगी की खोजबीन।हम कब अपने गुमशुदा लोगों की खोज खबर करेंगे,इस पर गौर करें कृपया।
আন্তর্জাতিক গুম দিবস আজ :নিখোঁজ অর্ধশত সাধারণ মানুষ


আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৩৬ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ করা হয়েছে। এদের মধ্যে ছয়জনের লাশ পাওয়া গেছে। জীবিত ফিরে এসেছে দুজন। বাকি ২৮ জন নিখোঁজ আছে। এ সংস্থার তথ্যমতে, গত বছর নিখোঁজ হয়েছিল ১০২ জন, যাদের ৮৮ জন এখনো নিখোঁজ। ২০১৩ সালে ৫৮ জনের মধ্যে ৫৩ জন নিখোঁজ ছিল। ২০১২ সালে ৫৬ জনের মধ্যে ৩৪ জন; ২০১১ সালে ৫৯ জনের মধ্যে ৩৯ জন এবং ২০১০ সালে ৪৬ জন অপহৃতের মধ্যে ৩৩ জনকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ২১ জন নিখোঁজ হয়, যাদের ১৮ জনের খোঁজ মেলেনি। এই হিসাবে, গত আট বছর সাত মাসে ৩৭৮ জন ব্যক্তিকে গুমের অভিযোগ উঠেছে, যার মধ্যে ২৯৩ জনই নিখোঁজ রয়েছে।

--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...