Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Tuesday, December 20, 2011

Fwd: [bangla-vision] Awami League's Israili Connection !!!



---------- Forwarded message ----------
From: Desh Bondhu <desh_bondhu@ymail.com>
Date: 2011/12/19
Subject: [bangla-vision] Awami League's Israili Connection !!!
To: YG A Dahuk <dahuk@yahoogroups.com>


 

ইসরাইলে তার কি কাজ? এই প্রশ্ন তাকে কে করবে?
 
গত ১০ই ডিসেম্বর ২০১১ ইসলামী ফাউন্ডেশনে ধর্মপ্রতিমন্ত্রী বলেছেন, মহানবী (সাঃ) মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদের পূজার জন্য ছেড়ে দিয়েছিলেন। উপস্থিত অনুষ্ঠানেই হৈচৈ পড়ে যায়, ঘটনাস্থলে অনেকেই প্রতিবাদ করেন। উপস্থিত অনেকে মন্ত্রীর কাছে এই কথার রেফারেন্স তলব করেন। ধর্ম প্রতিমন্ত্রী কোন সদুত্তর দিতে না পেরে সরাসরি বলে বসেন আমি এই কথা ইসলামী ফাউন্ডেশনের ডিজি জনাব শামীম মোহাম্মদ আফজালের কাছে শুনেছি। আপনারা তাকেই প্রশ্ন করুন বলে, অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। উপস্থিত স্রোতা-ইমামেরা একই বিষয়টি নিশ্চিত হতে, বিকাল বেলার অনুষ্ঠানে ডিজিকে জিজ্ঞাসা করেন। ডিজি বলেন রাসুল (সাঃ) মসজিদের অর্ধেক জায়গা ইহুদীদের (হিন্দুদের পূজার জন্য নয়) দান করেছিলেন! আবারো ইমামেরা বিক্ষুব্ধ হয়ে উঠেন, কয়েকজন ইমাম মঞ্চে উঠে, ডিজির এই উক্তিটি একটা মিথ্যা ও বানোয়াট কথা, তা কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে উপস্থিত সবাইকে বুঝিয়ে দেন। ডিজি সাহেবও এই বক্তব্য শুনেন এবং মন্তব্য করেন যে, তিনি যখন জেরুজালেম (ইসরায়েল) সফরে যান, তখন ইহুদীরা তাকে নামাজের ব্যবস্থা করে দিয়েছিল! সূত্র আমার দেশ ১১-১২-২০১১। তিনি সেই নামাজ মসজিদে, নাকি ইহুদী উপাসনালয়ে পড়েছেন সেকথা উল্লেখ করেন নি। তবে বুঝা গেছে নামাজ মসজিদের নয় বরং ইহুদী উপাসনালয়ে পড়েছেন। কেননা তার উদ্ধৃতিতে ইহুদীদের প্রতি ভক্তি শ্রদ্ধা লক্ষণীয়! এই নিয়ে দেশের আলেম-ওলামা, ডিজি ও ধর্মপ্রতিমন্ত্রীকে নাস্তানাবুদ করে ছাড়ছেন। গুরুত্বপূর্ণ কথা হল, তাকে কেউ প্রশ্ন করছেন না যে, তিনি কখন, কিভাবে, কি জন্য ইসরায়েল গিয়েছিলেন? সেটা কি গোপনীয় সফর ছিল না রাষ্ট্রীয় সফর। আমার মূল প্রশ্নটা এখানেই


Desh-Bondhu,
'Desher Kotha Bolay'

__._,_.___


--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...