Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Thursday, June 27, 2013

গ্রামমুখী

গ্রামমুখী



বছর বয়স হওয়ার আগেই ভারতে প্রায় ২১ লক্ষ শিশু মারা যায়৷ তাদের মধ্যে অর্ধেক শিশু মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যে৷ 


সংখ্যাটি বিশ্বে সদ্যোজাত শিশুমৃত্যুর এক-চতুর্থাংশ৷ সারা বিশ্বে গড়ে বাত্‍‌সরিক ৯৭ লক্ষ শিশুমৃত্যুর এক-তৃতীয়াংশ ঘটে ভারতে৷পরিসংখ্যানগুলি ভারতেস্বাস্থ্যব্যবস্থা,বিশেষতগ্রামীণস্বাস্থ্যব্যবস্থারএকটিখণ্ডচিত্রতুলেধরে৷যেচিত্রটিস্বাভাবিকভাবেইযথেষ্টউদ্বেগজনক৷ 

এহেন উদ্বেগের প্রেক্ষিতে ডাক্তারি শিক্ষার্থীদের গ্রামে গিয়ে অভিজ্ঞতা অর্জন বাধ্যতামূলক করে দেওয়ার সিদ্ধান্তটি যথেষ্ট সদর্থক৷ কেন্দ্রীয় সরকারসিদ্ধান্ত নিয়েছেযাঁরাএমবিবিএসপরীক্ষায়উত্তীর্ণহওয়ার পরে স্নাতকোত্তরপর্যায়েশিক্ষাঅর্জনকরতে চান, তাঁদেরবাধ্যতামূলকভাবেএকবছর গ্রামেগিয়েকাজ করতেহবে৷এরআগেওপ্রস্তাবরাখাহয়েছিলএমবিবিএস-এরজন্যপঠনের মোট সময়পর্ববাড়াবার৷যাতেগ্রামেগিয়ে কাজকরারবিষয়টিপাঠ্যক্রমেরঅন্তর্ভুক্ত করা যায়৷কিন্তুবিভিন্নমহলেরবিরোধিতার ফলে প্রায় দুই বছর প্রস্তাবটিহিমঘরে পড়ে ছিল৷ 

সেই বিরোধিতা কাটিয়ে প্রস্তাবটিকে সামান্য পাল্টে পাকাপাকি ভাবে রূপায়ন করার সিদ্ধান্ত মূলত দু'টি দিক থেকে তাত্‍‌পর্যপূর্ণ৷ গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থারবেহালঅবস্থারপ্রেক্ষিতেপদক্ষেপটিরতাত্‍‌পর্যবিষয়েবিশেষসন্দেহেরঅবকাশনেই৷কিন্তুডাক্তারিশিক্ষাপদ্ধতিরসংস্কারেরনিরিখেওসিদ্ধান্তটিরগুরুত্বঅস্বীকার করা যায় না৷ 

বলা অসঙ্গত হবে না যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা কাটিয়ে ওঠার জন্য কোনও সর্বাধুনিক প্রযুক্তি বা বহুমূল্য গবেষণার বিশেষ প্রয়োজননেই৷প্রয়োজনবিনিয়োগ ও সদিচ্ছার৷ যার ফলে ন্যূনতমপরিকাঠামোটুকুপ্রাথমিকভাবে গড়ে তোলাযায়৷ন্যূনতমপরিকাঠামোমানেগ্রামপ্রতিএকটিস্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রগুলিতেসাধারণ রোগ, নবজাত ও প্রসূতিদেরচিকিত্‍‌সারযথাযথব্যবস্থা এবং এইপরিকাঠামোকেচলিষ্ণুরাখারজন্যযথোচিতসংখ্যায়চিকিত্‍‌সক ও স্বাস্থ্যকর্মী৷ যদি গ্রামীণস্বাস্থ্যপরিস্থিতিখতিয়েদেখাহয়তা হলে বোঝা যায় যেকোনওবিরলবাদুরূহরোগেরপ্রকোপ মূল সমস্যা নয়৷ সমস্যারউত্‍‌সে আছে অপুষ্টিপাকাশৌচাগার ও জীবাণুমুক্তজলেরঅভাব, এবং সর্বোপরিসুস্বাস্থ্যেরকিছুমৌলিকনিয়মবিধিসম্পর্কেশিক্ষা ও সচেতনতারঅভাব৷ বলা অসমীচীন হবে নাযেএইসমস্যারসুরাহারজন্যউচ্চশিক্ষারডিগ্রিধারীচিকিত্‍‌সকেরথেকেঅনেকবেশিজরুরিচিকিত্‍‌সারবুনিয়াদিজ্ঞানসম্পন্নএমবিবিএসডিগ্রিধারীচিকিত্‍‌সক এবং তাঁদেরসহায়তারজন্যযথাযথভাবেপ্রশিক্ষিতস্বাস্থ্যকর্মী৷প্রতি বছর ভারতেপ্রায়৪০০০০শিক্ষার্থীএমবিবিএসপরীক্ষায়উত্তীর্ণ হন৷ তাঁদের যদি একবছরেরজন্যএইঅত্যাবশ্যকপরিষেবারকাজেলাগানো যায়, তা হলে ভারতেরগ্রামগুলিতেচিকিত্‍‌সকেরঅপ্রতুলতারসমস্যাঅনেকটাইকাটিয়েওঠা যেতেপারে৷ 

অন্য দিকে, স্বাস্থ্যকে যদি রোগ নির্ণয় ও চিকিত্‍‌সার গণ্ডির বাইরে ব্যাপকতর অর্থে জীবনযাপনের অঙ্গ হিসেবে ভাবা হয়, তবে গ্রামীণ জীবনেরসম্যক জ্ঞানচিকিত্‍‌সকেরশিক্ষারসম্পূর্ণতারজন্যসমানভাবেজরুরি৷না হলে যেধরনেরগবেষণারমাধ্যমেগ্রামীণস্বাস্থ্যেরসমস্যাগুলিরসুরাহা সম্ভব,তাঅভিজ্ঞতারঅভাবেনিষ্ফলথেকেযেতেপারে৷চিনেরঅর্থনৈতিকউন্নতিনিয়ে যখন গুণগানেরপ্লাবন বয়ে যায়, তখন হয়তো মনেরাখাহয়নাযেচিনেরএইউন্নতিরঅন্যতমকারণগ্রামীণবুনিয়াদিস্বাস্থ্যব্যবস্থারসার্বিকমানোন্নয়ন৷যেকর্মসূচিরঅবিচ্ছেদ্যঅঙ্গছিলেনপ্রত্যন্তগ্রামেচিকিত্‍‌সারবর্তিকা বয়ে আনা নগ্নপদচিকিত্‍‌সকরা৷নগ্নপদচিকিত্‍‌সকদেরসামাজিকআন্দোলনভারতে আদৌ হবে কিনাতানিয়েকোনওঅনুমানআপাততসম্ভব নয়৷ কিন্তু এ কথা অনস্বীকার্যযেসরকারেরএইসিদ্ধান্তভারতেরস্বাস্থ্যব্যবস্থাকেঅনেকটাইবদলেদিতে পারে৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...