প্রায় তিনদশক বয়স পার করেছে পূর্বোত্তর ভারতের অন্যতম ছোট কাগজ আগরতলার থেকে প্রকাশিত 'মুখাবয়ব'। প্রথম দশকে এর নাম ছিল, 'মুখ'। ১৯৯৯৬ থেকে 'মুখাবয়ব'। সম্পাদনা করেন দুই প্রধান কথা সাহিত্যিক দেবব্রত দেব এবং শ্যামল ভট্টাচার্য। দ্বিতীয়জন সহযোগী সম্পাদক। বর্তমান সংখ্যাটি 'বিশেষ উপন্যাস সংখ্যা—পর্ব এক' , বেরিয়েছিল বছর দুই আগেই। আমরা কাঠের নৌকাতে তুলতে পেরেছি, দেরিতে। তাও উন্মেষ সম্পাদক নির্মল দত্তের সৌজন্যে।... পুরো কাগজ এখানে পড়ুন... | |
|
No comments:
Post a Comment