Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, April 19, 2013

বার দিল্লিতে নৃশংস গণধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু

এবার দিল্লিতে নৃশংস গণধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু
ধর্ষণের ঘটনার প্রতিবাদে আম-আদমি পার্টি।
নয়াদিল্লি: ফের নৃশংস ধর্ষণ, ফের প্রতিবাদে মুখর দিল্লি৷

পাঁচ বছরের শিশুর গোপনাঙ্গে বোতল ঢুকিয়ে দিয়েছে দুষ্কৃতীরা৷ তাতেই ক্ষান্ত হয়নি পৈশাচিক লালসা৷ মোমবাতি টুকরো টুকরো করে ঠেসে দেওয়া হয়েছে শিশুটির যৌনাঙ্গে৷ যা দেখে চিকিত্সকরা পর্যন্ত শিউরে উঠে বলছেন, 'এমন নারকীয় অত্যাচার কল্পনাতীত৷ এমন ঘটনা কখনও দেখিনি৷' ধর্ষণের ঘটনার রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে।

তরুণীর গণধর্ষণ ও মৃত্যুর পর প্রতিবাদের আগুনে পুড়েছিল রাজধানী৷ ফের সেই আগুনের আঁচ শুক্রবার টের পাওয়া গেল৷ কোন পর্যায়ে অত্যাচার চলেছে, তা স্বামী দয়ানন্দ হাসপাতালের চিকিত্সক আরকে বনসলের কথায় স্পষ্ট, 'একটি ২০০ মিলি বোতল আর দু'-তিন টুকরো মোমবাতি পাওয়া গিয়েছে ওর যৌনাঙ্গে৷ ঠোঁটে, গালে আঁচড়ের দাগ৷ দাগ মিলেছে গলাতেও৷ তা থেকে মনে হচ্ছে, ওকে হত্যার চেষ্টা কর হয়েছিল৷ পাঁচ বছরের একটি শিশুর সঙ্গে এমন অত্যাচার আমি কখনও দেখিনি৷' শিশুটির অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷ আগামী ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে৷

গত ১৫ তারিখ থেকে শিশুটি নিখোঁজ ছিল৷ পুলিশের প্রাথমিক সন্দেহ, বছর তিরিশেকের এক প্রতিবেশী যুবক এই নারকীয় অত্যাচার চালিয়েছে৷ শিশুটিকে অপহরণ করে ক্রমাগত দু'দিন ধরে অত্যাচার চালানো হয়েছে৷ জল, খাবার কিছুই দেওয়া হয়নি৷ তৃতীয় দিন শিশুটির চিত্‍কারে প্রতিবেশী যুবকের ফ্ল্যাটে সন্ধান পাওয়া যায়৷ অভিযুক্ত অবশ্য পলাতক৷

ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পরই হাসপাতালের বাইরে প্রতিবাদ শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ হাসপাতালের সামনে জড়ো হয়ে যায় শিশুটির পরিবারের লোকেরা, চলে আসেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও৷ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়৷ আম আদমি পার্টির মুখপাত্র অস্বথী মুরলীধরন বলেছেন, 'আমরা জেনেছি, পুলিশ বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করেছে, এমনকী ওই পরিবারকে ২,০০০ টাকা দেওয়ার কথাও বলেছে৷ তার উপর এমন একটি হাসপাতালে রাখা হয়েছে, যেখানে ন্যূনতম চিকিত্সার ব্যবস্থাও নেই৷ আমরা চাই শিশুটিকে অবিলম্বে আরও ভালো হাসপাতালে স্থানান্তরিত করা হোক৷' এর পরই অবশ্য িশিশুটিকে এইমসে নিয়ে যাওয়া হয়েছে।

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...