Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Saturday, July 27, 2013

একতরফা ফলের ইঙ্গিত কারাটের

একতরফা ফলের ইঙ্গিত কারাটের

একতরফা ফলের ইঙ্গিত কারাটের
নয়াদিল্লি: ফলপ্রকাশের আগে নতিস্বীকার তো বটেই, সম্ভাব্য পরাজয়ের দায়ও 'সন্ত্রাসে'র ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা শুরু করে দিল সিপিএম৷ শুধু তা-ই নয়, নিজেদের শাসনকালে রিগিং-ছাপ্পা হয়েছে বলে যে স্বীকারোক্তি রেজ্জাক মোল্লা করেছিলেন, তার থেকেও দলের দূরত্ব রচনা করে দিলেন প্রকাশ কারাট৷


শুক্রবার সিপিএমের সাধারণ সম্পাদক বলেছেন, 'ফলাফল একতরফা হবে৷ যে ভাবে রিগিং, বুথ দখলের পাশাপাশি ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়া হয়েছে, তাতে এই ভোটে জনমতের প্রতিফলন ঘটবে না৷ রিগিংয়ের জন্য বিকৃত ফলাফল সামনে আসবে৷' রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, পাঁচ দফার ভোটে ৪,৪৭০টি বুথের পুরোপুরি দখল নিয়েছিল শাসকদল৷ এ ছাড়া প্রচুর বুথ আংশিক দখল করা হয়েছে৷ এমন পঞ্চায়েত ভোট পশ্চিমবঙ্গের অতীতে কোনও দিন হয়নি৷ 

ঘটনা হল, এদিন কারাটের মুখে যে সব অভিযোগ শোনা গিয়েছে, বাম আমলে হুবহু সে অভিযোগই করত আজকের শাসকদল৷ এ প্রসঙ্গে কারাটের জবাব, 'বাম আমলেই প্রথম পঞ্চায়েত নির্বাচন হয়েছিল৷ তার পর সাতটি নির্বাচন হয়েছে৷ তার ফলাফল দেখুন৷ গড়ে ৪০ শতাংশ আসনে বিরোধীরা জিতেছেন৷ রিগিং, বুথ দখল হলে কি এই ফল সম্ভব হত? ২৯ তারিখের পর দেখবেন এবার কী হয়৷ তখন নিজেরাই বুঝতে পারবেন৷ গণনা পর্যন্ত অপেক্ষা করুন৷' তাঁর অভিযোগ, ছ'হাজারের বেশি বাম প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি৷ বহু জায়গায় বিরোধী প্রার্থীরা ভোট দিতে পারেননি৷ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সর্বোচ্চ আদালত ও হাইকোর্টের নির্দেশেরও তোয়াক্কা করেনি রাজ্য সরকার৷ 

কারাটকে প্রশ্ন করা হয়, 'রেজ্জাক মোল্লার মতো নেতা স্বীকার করেছেন, বাম আমলেও ছাপ্পা ভোট হয়েছে, হয়েছে অনিয়মও৷' কারাটের জবাব, 'তিনি হয়তো নিজের এলাকার অভিজ্ঞতা থেকে এ কথা বলেছেন৷ সে ক্ষেত্রে আমি বলব, আমি জানি না৷ অন্য কোথাও কিছু হয়নি৷' 

তবে রাজ্য নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন কারাট৷ তাঁর মতে, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সে জন্য কমিশন আপ্রাণ চেষ্টা করেছে৷ কিন্ত্ত রাজ্য সরকার সহযোগিতা করেনি৷ 'তা হলে এখন কী করবেন?' সিপিএম সাধারণ সম্পাদক প্রথমে বলেন, 'দেখা যাক, কী করা যায়৷' তার পর যোগ করেন, 'এই নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কিছু করার নেই৷ তাই সেখানে গিয়ে লাভ নেই৷ আমরা লড়াই জারি রাখব৷ লোককে সংগঠিত করব৷ এই কুকীর্তি দেশবাসীকে জানাব বলেই নির্বাচন শেষ হওয়ার পর আপনাদের সামনে এসেছি৷'

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...