Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Monday, July 22, 2013

KANGAL MALSAT by Nabarun Bhattacharya ফ্যাতাড়ু হানা


সুমন মুখোপাধ্যায় পরিচালিত `কাঙাল মালসাট` ছবিটি নিয়ে বিতর্ক দানা বেধেছে। ছবিটিকে সবুজ সঙ্কেত দেয়নি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কলকাতা অফিস। বিশেষ সূত্রে খবর, ছবিতে বর্তমান রাজ্য সরকারের  অপছন্দের কিছু দৃশ্য নিয়েই আপত্তি উঠেছে। 

ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কবীর সুমনও। ছবিটিতে সিঙ্গুরের টাটাবিরোধী আন্দোলন, মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ ও বিভিন্ন সরকারি কমিটি নিয়ে কিছু দৃশ্য রয়েছে। টালিগঞ্জে গুঞ্জন, ওই দৃশ্যগুলির কারণেই ছবিটি আটকে দেওয়া হয়েছে। কারণ সেন্সর কমিটিতে বর্তমান শাসকদলের ঘনিষ্ঠ বেশ কিছু লোক রয়েছেন বলে খবর। ছবিটি আপাতত, ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনালে পাঠানো হয়েছে। 

এবার গ্র্যাফিক নভেলেও ফ্যাতাড়ু হানা


এবার গ্র্যাফিক নভেলেও ফ্যাতাড়ু হানা
বাংলায় সম্পূর্ণ গ্র্যাফিক নভেল সম্ভবত এই প্রথম৷ তা কি 'কাঙাল মালসাট ' সিনেমার প্রচারেরই অংশ ? না কি সম্পূর্ণ স্বাধীন প্রয়াস ? খোঁজ করলেনইন্দ্রনীল শুক্লা


'ফ্যাত -ফ্যাত -সাঁই -সাঁই / গ্র্যাফিক নভেল হাতে চাই ...'চেনা লাগছে না ছড়াটা , তাই তো ? আহা , ভুললে চলবে কেন ফ্যাতাড়ুর সমস্ত ছড়া তো পুরন্দর ভাটের লেখা নয়৷ কার যে লেখা তাও তো কেউ বলতে পারবেন না৷ তেমনটাই তো শর্ত, তাই না ? তাই নিত্যনতুন ছড়া তৈরি হতে থাকবে৷ এ বার তৈরির পথে একখানা আস্ত গ্র্যাফিক নভেল৷ কত কিছু নিয়ে গ্র্যাফিক নভেল তৈরি হচ্ছে এদেশে , সেদেশে৷ তা এ বার যদি ডিএস , মদন -রা মিলে ফ্যাতাড়ু -গ্র্যাফিক গড়তে চায় , আপত্তি করলে চলবে কেন ? তবে হঁ্যা৷ এটা ঘটনা , যে যদি কোনও অঘটন না ঘটে, সেক্ষেত্রে এটাই হয়তো হবে বাংলায় প্রথম পূর্ণাঙ্গ গ্র্যাফিক নভেল৷ 

ব্যাপারটা হল, ফ্যাতাড়ুরা এলেই নতুন কিছু না কিছু ঘটে, নতুন কিছু না কিছু বাধে৷ সুমন মুখোপাধ্যায় পরিচালিত 'কাঙাল মালসাট ' সেন্সরের ছাড়পত্র পাওয়া নিয়েই যথেষ্ট 'ফ্যাত-ফ্যাত-সাঁই -সাঁই' হয়েছে৷ সে ছাড়পত্র শেষপর্যন্ত মিলেছে৷ কামদুনির ধর্ষণ -কাণ্ডের প্রতিবাদে ২১ জুন প্রতিবাদ মিছিলের সাইডলাইনে সে ছবির প্রচারও চলেছে৷ সেই প্রচারেরই নবতম অঙ্গ এ বার এই গ্র্যাফিক নভেল৷ কমিকস বাংলায় প্রচুর আছে , কিন্ত্ত প্রকৃত অর্থে গ্র্যাফিক নভেল নেই৷ সেটাই আসতে চলেছে ফ্যাতাড়ুদের হাত ধরে! কাজটা করছেন মধুজা মুখোপাধ্যায়৷ জানতে চাওয়ায় বলেন, 'হ্যাঁ, সিনেমাটা যেমন হচ্ছে, তেমনই গ্র্যাফিক নভেলও হচ্ছে কাঙাল মালসাটের৷' তবে কেমনভাবে কাজ এগোচ্ছে সে সম্পর্কে বিশদে এখনই কিছু জানাতে চাননি তিনি৷ শুধু বলেন, 'কাজ চলছে৷ সপ্তর্ষি প্রকাশন থেকে এটি প্রকাশিত হবে৷' তবে যতদূর খবর, বইটিতে 'কাঙাল মালসাট' ছবির স্থিরচিত্রের সঙ্গেই গ্র্যাফিক ছবির সম্মিলনে কাহিনি এগোবে৷ 

'কাঙাল মালসাট' উপন্যাসের লেখক নবারুণ ভট্টাচার্যের কাছে ব্যাপারটা জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটা একেবারেই একটা নতুন ফর্ম বলে শুনেছি৷ মূল লেখার বাছাই অংশ, উদ্ধৃতির সঙ্গে আঁকা জুড়ে একটা নতুন ফর্মে গল্প বলা হয়৷ মধুজা আমায় ব্যাপারটা বলে৷ আমার তো কনসেপ্টটা শুনে ভালোই লেগেছে৷ মনে হচ্ছে ভালোই হবে৷ 'গ্র্যাফিক নভেল , সিনেমার মতোই স্টোরি-বোর্ড-এর ওপর ভিত্তি করে তৈরি করতে হয়৷ সিনেমায় ক্যামেরার ব্যবহারের মতোই এমন নভেলেও নানা অ্যাঙ্গেল ব্যবহার করার প্রচলন রয়েছে৷ চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'আমি 'কাঙাল মালসাট ' ছবিটার সিনেম্যাটোগ্রাফার সত্যি কথা৷ কিন্ত্ত, গ্র্যাফিক নভেলের প্রোজেক্টটার সঙ্গে যুক্ত নই একেবারেই৷ আসলে, ছবিটা তৈরির সঙ্গে সঙ্গেই উপন্যাসটাকে নিয়ে একটা গ্র্যাফিক নভেল বানানোর পরিকল্পনা নেওয়া হয়৷ মধুজা -ই (অভীকের স্ত্রী) উদ্যোগটা নেয়৷ ছবি আর নভেল দুটো তৈরির কাজই প্রায় একসঙ্গে শেষ হয়েছে৷ এখন ছবিটার প্রচারের পাশাপাশিই নভেলটাকেও লঞ্চ করার কথা ভাবা হচ্ছে, একসঙ্গে টাই-আপ করে৷'নভেলটা নিয়ে অনেক প্রশ্ন ওঠা স্বাভাবিক৷ উপন্যাসটা প্রায় দু'শো পাতার৷ পুরোটাকে গ্র্যাফিক উপন্যাসে রূপান্তরিত করতে হলে তা মহাভারতের মতোই মোটা হয়ে যেতে বাধ্য৷ তাহলে কি সিনেমা যে খাতে বয়েছে তেমন ভাবেই বইয়ে দেওয়া হয়েছে গ্র্যাফিক নভেলটাকেও ? তেমন সম্ভাবনার কথাই ভাসছে বইপাড়ায়৷ না হলে গোটা উপন্যাসের গ্র্যাফিক রূপ দিতে তো খরচও হবে প্রচুর৷ সপ্তর্ষি প্রকাশনের সৌরভ মুখোপাধ্যায় প্রথমে বললেন, 'হ্যাঁ বিরাট খরচের ব্যাপার তো আছে৷' তারপরই গোপনীয়তা রক্ষার গাম্ভীর্যে ডুব দিয়ে বললেন, 'ও ব্যাপারটা এখনও আলোচনার পর্যায়ে আছে৷ এখনই কিছু বলা যাবে না৷' তবে ১৫ তারিখে 'ব্যাপারটা ' চূড়ান্ত হয়ে যাওয়ার একটা আভাস দিলেন৷ তবে কি সেদিনই বইটা প্রকাশ পাবে ? না সেদিন বইটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার কথা সরকারিভাবে জানানো হবে ? সে কথা সৌরভ মুখে আনলেন না অবশ্য !অবশ্য এমনও শোনা যাচ্ছে যে আসলে , কামদুনি কান্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের দিন কলেজ স্কোয়্যারে 'কাঙাল মালসাট '-এর প্রচার শুরুর যে অভিনব পরিকল্পনা নেওয়া হয়েছিল , তারই খানিক এক্সেটেন্ডেড ফর্ম এই গ্র্যাফিক নভেলও৷ চমক আছে৷ তাই চমকের ধার যাতে ভোঁতা না হয়ে যায় সে জন্য সাবধানতার মারাত্মক চেষ্টাও আছে৷ সেদিনের প্রতিবাদ মিছিলের পাশেই কলেজ স্কোয়্যারের দেওয়ালে স্প্রে -পেন্টিং করে প্রচার চালানোর দায়িত্ব নিয়েছিল লিবারেশন ডট আর্ট নামে একটি সংগঠন৷ তার অন্যতম কর্ণধার অঞ্জন রায় বললেন , ''কাঙাল মালসাট ' তো ঠিক গতানুগতিক সিনেমা নয়৷ তাই প্রচারটাও আমরা করেছিলাম অন্যভাবে৷ তেমনই প্রচারের অঙ্গ হিসেবেই ব্যবহূত হবে গ্র্যাফিক নভেলও৷ একথা শুনেছি৷ তবে বিশদে জানি না৷ ' আর 'কাঙাল মালসাট ' ছবির পরিচালক সুমন মুখোপাধ্যায় কেবল এটুকুই বলছেন যে , 'হ্যাঁ , ছাপা হচ্ছে৷ ' এর বেশি একটা শব্দও খরচ করছেন না৷ 

বিশদে ফ্যাতাড়ুর গতিবিধি কেই -ই বা জানতে পারে ? সুতরাং প্রকাশিত না হওয়া পর্যন্ত ছড়া কেটে যাওয়া যেতেই পারে : 'ফ্যাত -ফ্যাত -সাঁই -সাঁই / গ্র্যাফিক নভেল হাতে চাই...''আমার তো কনসেপ্টটা শুনে ভালোই লেগেছে 'নবারুণ ভট্টাচার্য'কাঙাল মালসাট '-এর লেখক'বিরাট খরচের ব্যাপার ' সৌরভ মুখোপাধ্যায়'কাঙাল মালসাট ' গ্র্যাফিক নভেলের প্রকাশক'হঁ্যা , ছাপা হচ্ছে 'সুমন মুখোপাধ্যায়'কাঙাল মালসাট '-এর পরিচালক'সিনেমাটা যেমন হচ্ছে , তেমনই গ্র্যাফিক নভেলও হচ্ছে 'মধুজা মুখোপাধ্যায়'কাঙাল মালসাট ' গ্র্যাফিক নভেল -এর তত্ত্বাবধায়কআসল উপন্যাসটির মলাট৷ 

http://eisamay.indiatimes.com/entertainment/cinema/fataru-now-in-novel/articleshow/20999438.cms


Kangal Malsat

From Wikipedia, the free encyclopedia
Kangal Malsat
Directed by Suman Mukhopadhyay
Produced byPawan Kanodia
Based on Kangal Malsat 
by Nabarun Bhattacharya
StarringSee below
CountryIndia
Language Bengali

Kangal Malsat ("War Cry of beggars") is an upcoming Bengali political film.[1] The film is directed by Suman Mukhopadhyay and based on the novel with same title written byNabarun Bhattacharya. As of February 2013, the Central Board of Film Certificationdenied approval to the film, citing distortion of history, excessive use of abusive language, sexuality, and the portrayal of social movements in a harmful way.[2] The film got a clearance in the Film Certification Apellate Tribunal in the first week of March, 2013.[3]

Plot[edit]

In the Bengali language, Kangal means "beggars" and "Malsat" means "war cry". The name of the film is translated literally as "War cry of Beggars". The film shows two imaginary groups of contemporary BengalChoktars and Fyatarus. Fyatarus can fly and are distressed and downtrodden. They wage a war against the government (the state). The film attempts to explore the 34 years of Left Front rule (1977–2011) in West Bengal.[1]

Cast[edit]

  • Kabir Suman as Dandabayosh (the crow)
  • Kaushik Ganguly as Marshal Bhodi
  • Dibyendu as Madan
  • Kamalika as Bhodi's wife
  • Ushasie as Kali
  • Debesh Chottopadhyay as Purandar Bhat

Controversies[edit]

In February 2013, Central Board of Film Certification refused to pass the film. The letter of denial cited excessive use of abusive language, sexuality, frivolous approach in portraying of social movements and negative portrayal of the character Joseph Stalin.[4][2][5]

Mukhopadhyay, the director of the film, was angry that the film was blocked by the censor board and he said in an interview: "It is frightening because it is interference of an artist's work and it is happening again and again in West Bengal. It is not the first time. There was Ambikesh Mahapatra cartoon case, there was the segregation of newspapers and TV channels as friendly and not friendly, there was the student who was called a Maoist because she asked a question. All these small small events are symptomatic of a mindset of what I will say are fascist tendencies."[2]

In March, 2013, the film was cleared by the tribunal and most objections raised by the Censor Board was rejected by he Film Certification Apellate Tribunal headed by chairman Lalit Bhasin. But, they did not allow to portray the full oath of Mamata Banerjee as West Bengal's Chief Minister, since they felt it was not a biopic on Banerjee and the filmmakers were asked to cut the 76 words' oath by fifty per cent.[3]

See also[edit]

References[edit]

  1. a b Nag, Kushali (17 January 2012). "Hat-trick"The Telegraph, Calcutta (Calcutta, India). Retrieved 1 March 2013.
  2. a b c "Bengali film, critical of Mamata Banerjee, blocked by regional censor board"NDTV. Retrieved 1 March 2013.
  3. a b "Kangal Malsat cleared by tribunal with cuts"The Times of India. 6 March 2013. Retrieved 7 March 2013.
  4. ^ Das, Mohua (25 February 2013). "Censors cite Stalin & CM!"The Telegraph Calcutta (Calcutta, India). Retrieved 1 March 2013.
  5. ^ "Denial of approval to Kangal Malsat political"The Hindu (Chennai, India). 24 February 2013. Retrieved 1 March 2013.

Kangal Malsat cleared by tribunal with cuts - Times Of India

  1. ৬ মার্চ, ২০১৩ - KOLKATA: 'Kangal Malsat', the movie denied Censor clearance for 'distorting history' through its depiction of Mamata Banerjee's swearing-in ...

WB film censor board blocks film KANGAL MALSAT on Mamta ...

  1. ২৫ ফেব্রুয়ারী, ২০১৩ - newsexpressonline আপলোড করেছেন
    For more News : http://www.youtube.com/newsexpressonline The censor board has denied approval to a Bengali ...

Kangal Malsat banned: Red signal for anti-Mamata film as censor ...

  1. www.dailymail.co.uk/.../Kangal-Malsat-banned-Red-signal-anti-Mamata-fil...
    ২৫ ফেব্রুয়ারী, ২০১৩ - A revising committee of the Central Board of Film Certification has refused to clear a Bengali film, Kangal Malsat for screening, citing its ...

Kangal Malsat (2013) - IMDb

  1. Directed by Suman Mukhopadhyay. With Dibyendu Bhattacharya, Kamalika Banerjee, Kaushik Ganguly, Joyraj Bhattacharya. Fyataroo: Flying human beings; ...

kangal malsat-এর চিত্র

  1.  - চিত্রগুলি রিপোর্ট করুন

"Denial of approval to Kangal Malsat political" - The Hindu

  1. ২৪ ফেব্রুয়ারী, ২০১৩ - After the Central Board of Film Certification here denied approval to Bengali film Kangal Malsat (War Cry of Beggars), its director Suman ...

Kangal Malsat: Latest News, Photos, Videos on Kangal ... - NDTV.com

  1. Find Kangal Malsat Latest News, Videos & Pictures on Kangal Malsat and see latest updates, news, information from NDTV.COM. Explore more on Kangal ...

Bengali Film "Kangal Malsat" Fails To Get Clearance From Censor ...

  1. ২৫ ফেব্রুয়ারী, ২০১৩ - Kangal Malsat ( Poor men's war cry ) directed by Suman Mukhopadhyay based on the story of Nabarun Bhattacharyya fails to get clearance ...

Kangal Malsat | Facebook

  1. https://www.facebook.com/pages/Kangal-Malsat/123963347810382
    Kangal Malsat (War Cry of the Beggars) is a feature film directed by Suman Mukhopadhyay based on the book by Nabarun Bhattacharya. The cast includes ...

kangal malsat News, Stories, Photos, Videos, Blogs & Talks

  1. ibnlive.in.com/newstopics/kangal-malsat.html
    ২৭ ফেব্রুয়ারী, ২০১৩ - IBNLive: Find kangal malsat News, Latest News Stories, Photo Gallery, Videos, Expert blogs on kangal malsat and many more Breaking news.


সেলুলয়েডে 'কাঙাল মালসাট'

নবারুনের 'কাঙাল মালসাট' এবার সুমন মুখোপাধ্যায়ের ক্যামেরায়

MAB Rating:
0

সুশোভন প্রামাণিক 
কলকাতা, জানুয়ারি ১২, ২০১২

suman mukhopadhyay

সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ থেকে ছবি- সুশোভন প্রামাণিক

কাঙাল মালসাট' প্রকাশিত হয় ২০০৩ সালে। শুরুর পাতায় ছিল মিখাইল বুলগাকভ-এর লাইন, 'পান্ডুলিপিরা পুড়ে যায় না' আর প্রতিটি অধ্যায়ের শেষে লেখা ছিল 'চলবে'। কিন্তু শেষ পাতায় চমক জাগিয়ে ছিল (চলবে না)। ২০০৫-এ 'তৃতীয় সূত্র' ও 'চেতনা'-র যৌথ প্রযোজনায় সেই নাটক মঞ্চভাষ পায়। নবারুণবাবুর তিনটি ছোট গল্প থেকে সুমন মুখোপাধ্যায়ই তৈরি করেন 'মহানগর@কলকাতা'। এবার নাটকের পরে সেই সুমন মুখোপাধ্যায়ের হাত ধরেই বড়পর্দায় আসতে চলেছে 'কাঙাল মালসাট'। উপন্যাসের চরিত্র পুরন্দর, ডি.এস, মদন, চোক্তার ভদি, বেচামনি, বেগম জনসন, কমরেড আচার্যরা।

নবারুণ ভট্টাচার্যের হারবার্ট ও কবি পুরন্দর ভাট একই সঙ্গে বাংলা সাহিত্যে ফ্যাতাড়ুদের আবির্ভাব এক চমক জাগিয়েছিল। হারবার্ট মৃতের সঙ্গে কথোপকথনের ব্যবসা করে। যা নেহাতই প্রাতিষ্ঠানিকতা বিরোধী । নবারুন ভট্টাচার্যের উপন্যাস বা গল্পে এক প্রকার আলাদা স্বাদ বা ঝাঁজ থাকে একথা অনস্বীকার্য । ১৯৯৪ সালে লেখা 'হারবার্ট' উপন্যাস একসময় বাংলা সাহিত্যের 'চেনা ভাষার' বদলে বিস্ফোরণ ঘটিয়েছিল। সেই উপন্যাস সিনেমার পর্দায় ধরা দিয়েছিল পরিচালক সুমন মুখোপাধ্যায়ের হাত ধরে। সময় এগিয়েছে 'শ্লীল-অশ্লীলের' এই ভেদাভেদ মুছেছে এখন অনেকটাই...আধুনিক সময়ে টিভির পর্দায় নানা রিয়েলিটি শোতে 'বিপ' শব্দের বহরে বা 'বাইশে শ্রাবণ', 'দিল্লি বেলি'-র মত সিনেমার পর 'গ' আর 'ব' দিয়ে শুরু সব অক্ষর, পরিভাষায় যাকে 'খিস্তি' বলে তা প্রেক্ষাগৃহে শোনা এখন দর্শকদের কাছে নেহাতই জলভাত। এখন এই সাহিত্যকীর্তি পড়ে বা শুনে নতুন প্রজন্মেরও চোখ কপালে উঠে যাওয়ার কথা নয়। যায়ওনি। এমনই এক জগৎ যেখানে চারপাশের সব কিছু অচেনা, অথচ ভীষণ পরিচিত।

সুমনবাবুর সঙ্গে আড্ডায় উঠে আসে এই সিনেমা তৈরির নেপথ্য ভাবনা। শুরুতেই তিনি জানান, এই উপন্যাস তাঁর অত্যন্ত প্রিয়, নাটকের সময় থেকে এর প্রকাশ ভঙ্গির ধরণ নিয়ে তাঁর ভাবনা চলেছে। মাঝে বেশ কিছুদিন ভাবনা থেমে ছিল কিন্তু আবার সেই ভাবনা মাথা চাড়া দেয়। আর এই সময়ে এই সিনেমা তৈরির ক্ষেত্রে একটা আলাদা প্রসঙ্গ থেকেই যায়। পশ্চিমবঙ্গে যে সময় পেরিয়ে গেল তা আক্ষরিক অর্থে 'ঐতিহাসিক'। সেটাকে এক অদ্ভুতভাবে নবারুণবাবু তাঁর ভাষার বুননে ফুটিয়ে তুলেছেন। কিন্তু বার বার নবারুনের গল্পকে বেছে নেন কেন? তাঁর এ যাবৎ তিনটি সিনেমার মধ্যে দুটি নবারুণের গল্প থেকেই। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যে ভাবে নবারুণদা রিয়েলিটি কে ট্রিট করেন তাকে বেশ নিজের মত বলেই মনে হয়। সবসময় যেন ওয়াকিং টাইটরোপ বিটউইন রিয়ালিটি অ্যান্ড আনরিয়ালিটি। তাতেও সিনেমার একটা ভাষা তৈরি হয়।

একই সঙ্গে সিনেমা বা মঞ্চে 'আন্ডারগ্রাউন্ড ল্যাংগুয়েজ' বা খিস্তির ব্যবহার নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। এই উপন্যাস বা গল্পগুলো সমাজের সেই প্রান্তিক মানুষদের নিয়ে যাদের কথার ভাষায় এগুলো অনিবার্য ও অপরিহার্য। সুমন বলেন, 'যে ভাষা এতদিন মান্যতা পেয়েছিল বাবুদের ভাষা বলে, তা ক্রমাগত ভেঙেচুরে যাচ্ছে। কাঙাল মালসাট যে শ্রেণির মানুষের কথা বলে, সেই গল্প বলতে গেলে যে ভাষাকে vehicle করতে হবে তা এমনই। বরং মধ্যবিত্তের মজ্জায় ক্রমাগত এই ভাষার অনুপ্রবেশ ঘটছে। হুতোম প্যাঁচার নকশা থেকে আখতারুজ্জামান ইলিয়াস প্রত্যেকের লেখায় আছে সেই ধার।বিষয়টি ওভাবে না বলতে পারলে তা 'ল্যাঙ্গুয়েজের পারভার্সন' মাত্র।'
 
এই সিনেমার গল্পে আরও অনেক চমক বাকি আছে। 'চতুরঙ্গ' ও 'রঞ্জনা আমি আর আসব না'র পর এই ছবিতে কবীর সুমন অভিনয় করছেন এক বিশেষ চরিত্রে। অন্যদের মধ্যে আছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, দিব্যেন্দু (দেব ডি), শান্তিলাল মুখার্জি, বিশ্বজিত চক্রবর্তী, জয়রাজ ভট্টাচার্য, অরুণ মুখোপাধ্যায়, উষসী, কমলিকা আরও অনেকে। তাঁর তিনটি ছবিতেই কবীর সুমন। এক সুমন আর এক সুমনের প্রসঙ্গে বলেন, 'ওঁর চেহারার মধ্যে যে আগুন লুকিয়ে থাকে, তাঁর চোখ, গলা এবং বলা সবই অনন্য। আমাদের সম্পর্কটা বহুদিনের সেই কবীরদার কলকাতা আসা থেকে। ওঁর গান এবং বৌদ্ধিক জগতের সঙ্গে আমার পরিচয় এবং জড়িয়ে থাকা। আমাদের সম্পর্কটা ভারি সুন্দর আর উনি পাশে থাকলে কাজটাও বেশ হয়।'

সিনেমার শুটিং শুরু হচ্ছে চলতি মাসের ২২ তারিখ থেকে। একসঙ্গে কাজ চলবে তাঁর আরও দুই সিনেমা 'শেষের কবিতা' ও হ্যামলেট অবলম্বনে 'প্রিন্স অফ মেটিয়াবুরুজ'-এর। মহানগর@কলকাতায় কাজের পরে সঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছিলেন রূপম ইসলাম।এই সিনেমায় সঙ্গীত আয়োজন নিয়ে কি ভাবছেন তিনি? ময়ুখ ভৌমিক, প্রবুদ্ধ ব্যানার্জি বা দেবজ্যোতি মিশ্রর সঙ্গে সুমন কাজ করেছেন নানা ছবিতে। তিনজনের সঙ্গে কাজ করতেই তিনি স্বচ্ছন্দ।সুমন জানালেন, ময়ুখকে এই সিনেমার জন্যে বলা হলেও এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি।

http://movies.anandabazar.com/node/340

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...