Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Thursday, October 31, 2013

হরতালের তৃতীয় দিনেও হিংসা জারি বাংলাদেশে

হরতালের তৃতীয় দিনেও হিংসা জারি বাংলাদেশে

BANGLADESH-articleLarge
ঢাকা: বিরোধীদের ডাকা টানা ৬০ ঘণ্টা বন্ধের তৃতীয় এবং শেষ দিনেও সন্ত্রাস অব্যাহত বাংলাদেশে৷ রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবরোধ ও ব্যাপক সংঘর্ষের খবর মিলেছে৷ মঙ্গলবারের রাজনৈতিক সন্ত্রাসের বলি একজন৷ ফলে গত চার দিনে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৭৷


মঙ্গলবার সকালে প্রথম সবচেয়ে বড় যে খবর পাওয়া যায়, তা দক্ষিণ-পশ্চিমের মাগুরা জেলা থেকে আসে৷ পুলিশ জানিয়েছে, বিরোধীদের প্রতিবাদ মিছিল ভন্ডুল করতে আচমকাই সেখানে হাজির হন আওয়ামি লিগ সমর্থকরা৷ প্রথমে কথা কাটাকাটি, সেখান থেকে বচসা ও শেষে হাতাহাতি৷ মধ্যস্থতার চেষ্টা করেও পুলিশ বিশেষ সুবিধে করতে পারেনি৷ তাই পরিস্থিতি আয়ত্তে আনতে ব্ল্যাঙ্ক ফায়ার করে পুলিশ৷ সে সময় একটি বুলেট গিয়ে লাগে মাগুরার বিরোধী সংগঠনের এক নেতার দেহে৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়৷
রাজধানী-সহ বাংলাদেশের বিভিন্ন জেলা সদর থেকেও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে৷ ঢাকায় পুলিশকে লক্ষ করে দেশি বোমা ছোড়া হয় বলে অভিযোগ৷ সেই বিস্ফোরণে কর্তব্যরত মহানগর পুলিশের এক কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা পুলিশের আধিকারিক শেখ মারুফ হাসান৷ - এপি 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...