Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Wednesday, July 17, 2013

মধ্যপ্রদেশের স্কুল সিলেবাসে ‘গীতা’

মধ্যপ্রদেশের স্কুল সিলেবাসে 'গীতা'

মধ্যপ্রদেশের স্কুল সিলেবাসে 'গীতা'
ইন্দোর: হিন্দু ধর্মগ্রন্থ 'শ্রীমদ্ভগবদ্গীতা' এবার সরাসরি সরকারি স্কুলের সিলেবাসে! বিজেপি-চালিত রাজ্য সরকারের কল্যাণে এমনটাই ঘটতে চলেছে মধ্যপ্রদেশে৷ শিক্ষার 'গৈরিকীকরণ' নিয়ে যতই সমালোচনা হোক, সিদ্ধান্তে অনড় থাকারই ইঙ্গিত দিয়েছে মধ্যপ্রদেশে সরকার৷ এই পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে কংগ্রেস৷

এ মাসের শুরুর দিকে মধ্যপ্রদেশের রাজ্য গেজেটে প্রকাশিত একটি নির্দেশিকা জানাচ্ছে, নবম থেকে একাদশ শ্রেণীর 'বিশেষ হিন্দি'র পাঠ্যতালিকায় গীতা-র বিভিন্ন পর্ব সম্পর্কিত বেশ কয়েকটি অধ্যায় ঢোকানো হবে৷ রাজ্যের মাধ্যমিক শিক্ষা মণ্ডলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ চলতি ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকেই তা কার্যকর করা হবে৷ নির্দেশিকায় আরো বলা হয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর 'ইংলিশ স্পেশাল' বিষয়ের সিলেবাসের ক্ষেত্রেও মধ্যপ্রদেশ সরকারের একই পরিকল্পনা রয়েছে৷

সূত্রের খবর, প্রবল সমালোচনার মধ্যেও গত তিন বছর ধরে গীতা-র কিছু অংশ সরকারি পাঠ্যতালিকায় নিয়ে আসার ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি-চালিত সরকার৷ সরকারি প্রচার বলছে, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে 'সনাতন মূল্যবোধ ও নীবিবোধ' জাগানোর উদ্দেশ্যেই সরকার তাদের গীতা সম্বন্ধে জানাতে চায়৷

সরকারি এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক৷ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজার বক্তব্য, 'বিজেপি স্কুলশিক্ষায় গৈরিকীকরণকে প্রশ্রয় দিচ্ছে৷ কারণ তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সুনজরে থাকতে চায়৷ ওরা ভুলে গিয়েছে যে এ রাজ্যে সমস্ত জাতি-ধর্মের মানুষ বসবাস করে৷ এই যুক্তি মেনে স্কুলের সিলেবাসে গীতা-র পাশাপাশি বাইবেল, গুরু গ্রন্থ সাহিব এবং কোরানের অংশবিশেষও অন্তর্ভুক্ত করা দরকার৷'

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...