Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Wednesday, July 17, 2013

টেলিকম-সহ ১৩ ক্ষেত্রে এফডিআই হার বাড়ল

টেলিকম-সহ ১৩ ক্ষেত্রে এফডিআই হার বাড়ল

টেলিকম-সহ ১৩ ক্ষেত্রে এফডিআই হার বাড়ল
নয়াদিল্লি: টেলিকমক্ষেত্রেপ্রত্যক্ষবিদেশিবিনিয়োগের হার বাড়িয়ে ১০০শতাংশ করল কেন্দ্রীয়সরকার৷বিমা , প্রতিরক্ষার মতো১৩টিক্ষেত্রেবাড়ানোহয়েছেপ্রত্যক্ষবিদেশিবিনিয়োগেরপরিমাণ৷ফেসবুকেএইসিদ্ধান্তের কড়াসমালোচনাকরেছেনমমতাবন্দ্যোপাধ্যায়৷দ্বিতীয়ইউপিএসরকারেরএইসিদ্ধান্তসাধারণমানুষেরজীবন এবং দেশেরনিরাপত্তাকেপ্রশ্নচিহ্নেরমুখেঠেলে দিল বলে মন্তব্যকরেছেনতিনি৷


মঙ্গলবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ২৬ শতাংশ থেকে বাড়িয়ে ৪৯ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিদেশি সংস্থাগুলির দেশের বিমা ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজনও থাকছে না৷ প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো হয়েছে একটু ঘুরপথেই৷ এই ক্ষেত্রে স্বাভাবিক বিদেশি বিনিয়োগের হার ২৬ শতাংশই থাকছে৷ তবে উত্কর্ষযুক্ত প্রযুক্তির ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৪৯ শতাংশ পর্যন্ত অনুমোদন করার ব্যবস্থা রাখা হয়েছে৷ তবে অসামরিক বিমান পরিবহণ, বিমানবন্দর, মিডিয়া, বহু ব্যান্ডের খুচরো পণ্য এবং চালু ওষুধ প্রস্ত্ততকারী সংস্থাগুলিতে প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ একই রাখা হয়েছে৷ ফেসবুকে মমতা এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন৷ তিনি বলেছেন, 'সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ টেলিকমে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে৷ দেশের টেলিকম ক্ষেত্রের নিয়ন্ত্রক হয়ে দাঁড়াবে বিদেশি সংস্থাগুলি৷' মমতা বলেন, প্রতিরক্ষা টেলিকম ব্যবস্থার উপর নির্ভরশীল৷ বিদেশি বিনিয়োগ এলে দেশীয় সংস্থাগুলি বিদেশি প্রযুক্তি হাতে পাবে এই ভাবনা অলীক৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...