Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Wednesday, July 24, 2013

বার্ষিক পাঁচ লক্ষের কম আয়েও রিটার্ন দাখিল বাধ্যতামূলক

বার্ষিক পাঁচ লক্ষের কম আয়েও রিটার্ন দাখিল বাধ্যতামূলক
নয়াদিল্লি: বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী চাকরিজীবীদের আয়কর রিটার্ন ফাইল বাধ্যতামূলক করল কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস)৷ আগের দু'বছর বার্ষিক মোট আয়ের পরিমাণ পাঁচ লক্ষ টাকার মধ্যে হলেও, সংশ্লিষ্ট চাকরিজীবীর আয়কর রিটার্ন ফাইল বাধ্যতামূলক ছিল না৷ ২০১১-১২ এবং ২০১২-১৩ অর্থবর্ষে এই ছাড় দেয় সরকার৷ আয়কর রিটার্নের ফর্ম হাতে করে ভরে জমা দেওয়া এবং সেই তথ্য হাতে করে কম্পিউটারে এন্ট্রি করার যন্ত্রণা এড়াতেই ওই ছাড় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সিবিডিটি৷ তবে, বর্তমানে অনলাইনে রিটার্ন ফাইল করার সুযোগ থাকায়, তা আর বাড়ানো হবে না বলেই জানিয়েছে সিবিডিটি৷ অর্থাত্‍‌‍‍‌ যাদের বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার কম, তাদেরও এ বছরর রিটার্ন দাখিল করতে হবে৷ সোমবার এক বিবৃতিতে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ জানিয়েছে, '২০১১-১২ এবং ২০১২-১৩ অ্যাসেসমেন্ট বর্ষের জন্য এই ছাড় দেওয়া হয়েছে৷ গত দু'বছরে যে ছাড় দেওয়া হয়েছে তার মেয়াদ ২০১৩-১৪ অ্যাসেসমেন্ট বর্ষ পর্যন্ত বাড়ানো হচ্ছে না৷'

অনলাইনে রিটার্ন ফাইল করা হলে, তা অনেক তাড়াতাড়ি বেঙ্গালুরুর সেন্ট্রাল প্রসেসিং সেন্টারে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রসেস করা যাবে৷ উল্লেখ্য, এ বছরের মে মাসেই বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার উপরে হলে অনলাইনে রিটার্ন ফাইল বাধ্যতামূলক করেছে সরকার৷ ২০১২-১৩ বর্ষ থেকেই এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে সিবিডিটি৷ 'করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন ফাইল করার জন্য উত্‍সাহিত করা হচ্ছে৷ এটি আয়কর রিটার্ন ফাইল করার একটি সহজ, নিরাপদ এবং দ্রুত পদ্ধতি৷ এই আয়করদাতাদের ডিজিটাল সিগনেচার থাকাও আবশ্যিক নয়,' জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ আইটিআর ফর্ম ডাউনলোড করার পরে, তা ভর্তি করে জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে সরাসরি জমা দিতে পারবেন করদাতারা৷ রিটার্ন জমা দেওয়ার পরে প্রাপ্তিস্বীকারের জন্য ITR-V ফর্মটি ভরে বেঙ্গালুরুর সেন্ট্রাল প্রসেসিং সেন্টারে পাঠাতে হত৷ হাতে করে ভরা ফর্ম জমা দেওয়ার জন্য আগামী ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত নয়াদিল্লির প্রত্যাক্ষর ভবনে পৃথক কাউন্টার খুলবে আয়কর দপ্তর৷ 'বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার উপর হলেই, অনলাইনে আয়কর রিটার্ন আবশ্যিক হলেও সেগুলি এই বিশেষ কাউন্টারগুলিতে গ্রহণ করা হবে না৷ বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে হাতে ভরা ফর্ম কেবলমাত্র এই কাউন্টারগুলিতে ফাইল করা যাবে,' জানিয়েছে অর্থমন্ত্রক৷

উল্লেখ্য, এ বছরের মে মাসেই বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকার উপরে হলে অনলাইনে রিটার্ন ফাইল বাধ্যতামূলক করেছে সরকার৷ ২০১২-১৩ বর্ষ থেকেই এই নিয়ম লাগু হবে বলে জানিয়েছে সিবিডিটি৷ তবে, ইলেকট্রনিক পদ্ধতিতে আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে তা যাচাই করার জন্য বেঙ্গালুরুর সেন্ট্রাল প্রসেসিং সেন্টারে পাঠানোর আবশ্যিক প্রক্রিয়াটি বন্ধ করতে পারে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস)৷ এর পরিবর্তে অনলাইনে জমা দেওয়া আয়কর রিটার্ন ইলেকট্রনিক পদ্ধতিতেই যাচাই করা চালু করবে দপ্তরটি৷ চলতি অর্থবর্ষেই এই পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে সিবিডিটি-র৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...