Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, August 30, 2013

আশ্বাস দিলেন না প্রাধানমন্ত্রীও

আশ্বাস দিলেন না প্রাধানমন্ত্রীও
আশ্বাস দিলেন না প্রাধানমন্ত্রীও
নয়াদিল্লি: কিছু দিন আগেই শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর আশ্বাস, টাকার দামে পতন ও শেয়ার বাজারে ধস নামলেও এখনই ফিরছে না ১৯৯১ সালের আর্থিক সঙ্কট৷ বৃহস্পতিবার বিরোধীদের তোপের মুখে পড়ে আবার মুখ খুললেন তিনি৷ তবে এ বার আশ্বাস নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে সত্যিই কঠিন এবং তার জন্য অভ্যন্তরীণ বেশ কয়েকটি কারণই যে দায়ী, সে কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী মনমোহনসিং৷ 



বৃহস্পতিবার লোকসভা অধিবেশনের শুরুতেই ডলারের সাপেক্ষে টাকার দামের পতনের বিষয়টি উত্থাপন করেন বিরোধী নেতা অরুণ জেটলি৷ তাঁর অভিযোগ, 'খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও তেলের দাম বাড়ারজোড়াফলায়দ্বিগুণহচ্ছেমূল্যবৃদ্ধিরচাপ৷এইপরিস্থিতিতেসরকারকীকরারপরিকল্পনাকরছে?' এরউত্তরেইমনমোহনেরবক্তব্য, 'দেশকঠিনঅর্থনৈতিকপরিস্থিতিরমধ্যেদিয়েযাচ্ছে, তাঅস্বীকারের উপায়নেই৷এরজন্য বেশ কিছুঅভ্যন্তরীণবিষয়ওদায়ী৷শক্তহাতেএইপরিস্থিতিরমোকাবিলাকরা প্রয়োজন৷' তবে এরপাশাপাশিমূল্যবৃদ্ধিতেবৈদেশিকপ্রভাবেরকথাওঅস্বীকারকরেননি তিনি৷ 



বিরোধী নেত্রী সুষমা স্বরাজ ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও এ দিন অর্থনৈতিক দুরাবস্থার জন্য অভিযোগের আঙুল তুলেছেন প্রধানমন্ত্রীর দিকে৷ বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা অবশ্য এ ব্যাপারে দায়ী করেছেনভারতীয়বিচারব্যবস্থাকে৷তাঁরকথায়, 'কেন্দ্র একা এইপরিস্থিতিরজন্যদায়ী নয়৷ভোডাফোনেরসঙ্গেকরচুক্তি, কয়লা ও আকরিকলোহা খনন নিয়েসুপ্রিমকোর্ট এমন কিছু রায় দিয়েছে, যাতে সরকারকে বেশকিছুআর্থিকক্ষতিরসম্মুখীন হতে হয়েছে৷' 

অন্য দিকে, টাকার দামে পতনে শঙ্কিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, 'কেন্দ্রীয় সরকার চুপ কেন? ব্যক্তিকে খুশি করতে গিয়েই কেন্দ্র দেশকে বিপাকে ফেলেছে৷ দেশকে বিক্রির চক্রান্ত চলছে৷এইকারণেইএক বছর আগে ইউপিএসরকারছেড়ে ছিল তৃণমূলকংগ্রেস৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...