Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, August 30, 2013

মুক্ত নীতিই বহাল মনমোহনের

মুক্ত আর্থিক নীতিই বহাল প্রধানমন্ত্রীর

মুক্ত আর্থিক নীতিই বহাল প্রধানমন্ত্রীর
এই সময়: ডলারেরতুলনায়টাকারদামের পতন নিয়ে দেশ জুড়ে যখনচলছেতোলপার, তখনদেশেরআভ্যন্তরীণমুক্তআর্থিকনীতিইবহালরাখলেনপ্রধানমন্ত্রীমনমোহনসিং।এদিনলোকসভায়বিবৃতিদিতেগিয়েতিনিবলেন,পাল্টেযাচ্ছেআমেরিকারঅর্থনৈতিককাঠামো। ফলে এই পতনবাহ্যিককারণেইহচ্ছে।পাশাপাশিরয়েছেদেশেরআর্থিকপরিকাঠামোও।তিনিএওজানান, এইপরিস্থিতিতেআমদানিরথেকেরপ্তানিরদিকে নজররাখতেহবে।বেশি।। 

শুক্রবার বিরোধীদের তোপের মুখে পড়ে আবার মুখ খুললেন তিনি৷ তবে এ বার আশ্বাস নয়, দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে সত্যিই কঠিন এবং তার জন্য অভ্যন্তরীণ বেশ কয়েকটি কারণই যে দায়ী, সে কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ লাগাতার টাকার দাম পতনের কারণ হিসেবে তাঁর বিবৃতিতে উঠে এসেছে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তিত আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো। শুধু ভারতই নয়, অন্য দেশের আর্থিক হালও এক। 

মনমোহনের বক্তব্য, 'দেশ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তা অস্বীকারের উপায় নেই৷ এর জন্য বেশ কিছু অভ্যন্তরীণ বিষয়ও দায়ী৷ শক্তহাতে এই পরিস্থিতির মোকাবিলা করা প্রয়োজন৷' তবে এর পাশাপাশি মূল্যবৃদ্ধিতে বৈদেশিক প্রভাবের কথাও অস্বীকার করেননি তিনি৷ 

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...