Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Friday, January 16, 2015

মতুয়া দর্শন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ------------------------------------------------------- MATUA DARSHAN ALOCHANA O SANGSKRITIK ONUSTHAN

মতুয়া দর্শন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-------------------------------------------------------
MATUA DARSHAN ALOCHANA O SANGSKRITIK ONUSTHAN

পরিচালনায়ঃ
"হরি-গুরুচাঁদ-আম্বেদকর চেতনা মঞ্চ"

আয়োজনেঃ
হরিচাঁদ ঠাকুর জন্মোৎসব কমিটি-২০১৫

স্থানঃ
বগুলা গুরুচাঁদ ভবন ময়দান,
বগুলা ষ্টেশন, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত ।
Bagula Guruchand Bhaban Maydan,
Bagula Station, Nadia, West Bengal, India.

তারিখঃ
৬, ৭ ও ৮ ই ফেব্রুয়ারি (শুক্র, শনি ও রবিবার) - ২০১৫
6th, 7th & 8th February (Friday, Saturday, Sunday) 2015

সময়ঃ
৬ই ফেব্রুয়ারি, শুক্রবার
দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত
৭ই ও ৮ই ফেব্রুয়ারি , শনিবার ও রবিবার
সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত

Time:
6th February, Friday
from 2:00PM to 10:00PM
7th & 8th February, Saturday & Sunday
from 10:00AM to 10:00PM


.

সুধী,
সৃষ্টি-সুখের প্রত্যাশা নিয়ে "হরি-গুরুচাঁদ-আম্বেদকর চেতনা মঞ্চ"- "শ্রীশ্রীহরি লীলামৃত"-এর শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আগামী ০৬, ০৭ ও ০৮ ই ফেব্রুয়ারি (শুক্র, শনি ও রবিবার) - ২০১৫ তারিখে গৌরবান্বিত মহান মতুয়া দর্শনকে তাৎপর্যপূর্ণ আলোচনা ও সাংস্কৃতিক আবহে, যুগোপযোগী ও ধ্রুপদী আঙ্গিকে মহামানব হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব উদযাপনে উদ্যোগী হয়েছি।
উক্ত অনুষ্ঠানকে সমৃদ্ধময় ও সাফল্যমণ্ডিত করে তুলতে আপনার সবান্ধব চেতনাঋদ্ধ আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা বিশেষভাবে কাম্য।

নিবেদনে-
"হরি-গুরুচাঁদ-আম্বেদকর চেতনা মঞ্চ"-এর সকল সদস্য ও সদস্যা

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...