Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Monday, July 22, 2013

আজ কংগ্রেসের গড় দখলের লড়াইয়ে নামছে শাসকের দল

আজ কংগ্রেসের গড় দখলের লড়াইয়ে নামছে শাসকের দল

আজ সোমবার রাজ্যে চতুর্থ দফায় পঞ্চায়েত ভোট৷ এই দফার নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলের পাশাপাশি প্রশাসনিক মহলেও টানটান উত্তেজনা রয়েছে৷ আগের তিন দফায় দক্ষিণবঙ্গের যে ন'টি জেলায় ভোট হয়েছে, তার তুলনায় এই দফার চিত্রটা অনেকটাই আলাদা৷ আগের তিন দফায় গ্রাম দখলের লড়াইটা ছিল মূলত শাসক দল তৃণমূলের সঙ্গে প্রধান বিরোধী দল সিপিএমের৷ আজ এবং আগামী ২৫ জুলাই পঞ্চম তথা শেষ দফার ভোটে কিন্ত্ত এই অঙ্কটা অনেকটাই পাল্টে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন৷ বস্তুত, আজ যে চার জেলায় ভোট হতে যাচ্ছে, সেখানে লড়াইটা হবে ত্রিমুখী--তৃণমূল-সিপিএম এবং কংগ্রেসের মধ্যে৷ তার মধ্যে মালদহ-মুর্শিদাবাদ এই দুই জেলায় বাকি দুই পক্ষের সঙ্গে কংগ্রেসেরসেয়ানেসেয়ানেলড়াই হবে বলেই মনে করা হচ্ছে৷ভোটেরআগেইএই দুই জেলায়অবশ্যঅশান্তিরএকটা আবহ তৈরিহয়ে গিয়েছে৷২০০৩পঞ্চায়েতনির্বাচনেসবচেয়েরক্তাক্তহয়েছিলমুর্শিদাবাদজেলা৷সে বারভোটেরদিনইরাজনৈতিকহানাহানিতে১৬জনেরমৃত্যুহয়েছিল৷ এবারওইতিমধ্যেইমুর্শিদাবাদেকয়েকজনেরপ্রাণহানিহয়েছে৷ ফলে আজকেরনির্বাচননির্বিঘ্নে পার করা পুলিশ-প্রশাসন এবং রাজ্যনির্বাচন কমিশনের কছেসবচেয়েবড়চ্যালেঞ্জ৷কমিশনসূত্রের খবর, আজকেরভোটেরজন্য চার জেলায় মোট ২৭৪ কোম্পানিকেন্দ্রীয়বাহিনীমোতায়েন করা হচ্ছে৷ 



দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদহ--যে চার জেলায় আজ ভোট, সেগুলির প্রতিটিই রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ৷২০১৪লোকসভানির্বাচনের আগে তিন দলই তাদেরশক্তিপরীক্ষা করে নিতেচাইবে৷লোকসভাভোটের আগে কংগ্রেস-তৃণমূলেরমধ্যেআবার জোট করার মতো সম্ভাবনাতৈরি হলে আসন সমঝোতারক্ষেত্রেফ্যাক্টর হয়ে দাঁড়াবেপঞ্চায়েতভোটেরফলাফলই৷ ফলেগ্রামদখলেরলড়াইয়েএকইঞ্চিজমিও কেউ কাউকেছেড়েদিতেচাইবে না৷ 



মুর্শিদাবাদে ২০০৯ লোকসভা ভোটে তিনটি আসনই ছিল কংগ্রেসের দখলে৷ ২০১১ বিধানসভা ভোটে কংগ্রেস-তৃণমূল জোট ২২টির মধ্যে ১৫টিআসনই দখল করেছিল, যার মধ্যেকংগ্রেসএকাইপেয়েছিল১৪টি৷বামেরাপেয়েছিলসাতটিআসন৷বর্তমানরেলমন্ত্রী তথা দাপুটেনেতাঅধীরচৌধুরিরসৌজন্যেমুর্শিদাবাদবরাবরইকংগ্রেসেরশক্তঘাঁটি৷অধীরেরদুর্গেফাটলধরাতেএকসময়তাঁর ডান হাত হুমায়ুনকবীরকেদলভাঙিয়েমন্ত্রীওকরেছিলতৃণমূল৷কিন্তুতাতেবিশেষসুবিধাহয়নি৷ভোটেরপ্রচারপর্বেওমুর্শিদাবাদেযথেষ্টআক্রমণাত্মকভূমিকায়দেখাগিয়েছিলমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়কে৷মুর্শিদাবাদেআবারসিপিএমেরওভালোরকমপ্রভাবরয়েছে৷ তবে এ বার ভোটেতৃণমূলকেঠেকাতেতলে তলেকিছুজায়গায়সিপিএম-কংগ্রেসজোটও হতে পারে৷মালদহেআবারসিপিএম-তৃণমূলকেলড়তে হবে প্রয়াতকংগ্রেসনেতাবরকতগণিখানচৌধুরিরমিথেরবিরুদ্ধে৷জেলারদু'টিলোকসভাআসনই গণি পরিবারের দুই সদস্যেরহাতে৷তাঁদেরএকজন আবু নাসের খান চৌধুরি কেন্দ্রেরপ্রতিমন্ত্রী৷ গণিপরিবারেরআরএকসদস্যমৌসমবেনজির নূর লোকসভারসাংসদ৷২০১১বিধানসভাভোটেজেলায়১২টিআসনের মধ্যেন'টি ছিল তৃণমূল-কংগ্রেসজোটেরদখলে৷গতপঞ্চায়েতভোটেজেলাপরিষদওদখলেরেখেছিলকংগ্রেস৷ তবে এ বার হিসাবনিকাশ উল্টেদিতেউঠেপড়েলেগেছেতৃণমূলও৷ 



এই দুই জেলার তুলনায় কিছুটা কম হলেও বীরভূম-নদিয়াতেও কংগ্রেস-সিপিএম তৃণমূলকে ভালোই বেগ দেবে বলে মনে করা হচ্ছে৷ প্রচারেরআলোয় সেভাবেসামনেনাএলেওনদীয়ারশান্তিপুরে বেশ ভালোরকমপ্রভাবরয়েছেবিধায়ক তথা শান্তিপুরপুরসভারদীর্ঘদিনেরচেয়ারম্যানঅজয়দে'র৷আবাররাণাঘাটেএকসময়একচ্ছত্রআধিপত্য ছিল কংগ্রেসনেতাশঙ্করসিংয়ের৷ সেই আধিপত্যখানিকটাখর্বহলেওকুপার্সক্যাম্পপুরসভারনির্বাচনেত্রিপাক্ষিকলড়াইয়েসিপিএম-তৃণমূলকেপিছনেফেলেগড়রক্ষাকরেছিলেন সেই শঙ্করসিংই৷কংগ্রেস-তৃণমূল জোট থাকাকালীনওপ্রবলজোট-বিরোধী বলে পরিচিতছিলেনতিনি৷ ফলে নিজেরএলাকায়তিনিযেএকইঞ্চি জমি ছেড়েদেবেননাতাবলাইবাহুল্য৷ 



ভোটের আগেই বীরভূমে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য ঘিরে৷ শাসক দলের অভ্যন্তরীনগোলমাল এখানেএতটাইতীব্রযেকংগ্রেস-সিপিএমেরপাশাপাশিনির্দলহিসাবেদাঁড়ানোতৃণমূলেরসমর্থকরাইকোনওকোনওজায়গায়বড়ফ্যাক্টর হয়েযেতেপারেন৷২০১১বিধানসভাভোটেএখানেকংগ্রেস-তৃণমূলজোটেরদখলে ছিল আটটি আসন, বামেরাপেয়েছিলতিনটি৷কিন্তুসাম্প্রতিকসময়েনলহাটিবিধানসভারউপনির্বাচনেত্রিমুখীলড়াইয়েতৃণমূল-কংগ্রেসের দড়ি টানাটানিরমাঝেবিজয়ীহনফরওয়ার্ডব্লকপ্রার্থী৷ টানটান উত্তেজনার আবহ তৈরি৷ হানাহানি ঠেকাতে প্রতিশ্রুতি দিয়েছে কমিশনও৷ এখন দেখার অশান্তি দূরে সরিয়ে রেখে ভোটপর্ব নির্বিঘ্নে শেষ হয় কি না৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...