Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Tuesday, July 30, 2013

ব্যারাকপুরে একতরফা, ধাক্কা লাগল বসিরহাটে

ব্যারাকপুরে একতরফা, ধাক্কা লাগল বসিরহাটে

ব্যারাকপুরে একতরফা, ধাক্কা লাগল বসিরহাটে
রাজা চট্টোপাধ্যায়, অতনু দাস ও পল্লব ভট্টাচার্য

প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে পঞ্চায়েত নির্বাচনে উত্তর ২৪ পরগনায় মাটি কামড়ে লড়াই করেছে বামফ্রন্ট৷ পঞ্চায়েত স্তরের ফলাফলেই সেই ইঙ্গিত স্পষ্ট৷ তৃণমূলের সার্বিক জয় সুনিশ্চিত হলেওজ্যোতিপ্রিয় মল্লিকের জেলায় অন্তত গ্রাম পঞ্চায়েত স্তরে নিরঙ্কুশ নয় তৃণমূল৷ শাসকদলকে ইছামতীর জলে ডুবিয়ে ছেড়েছে বসিরহাট লোকসভা৷ জেলার ২০০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯৯টি দখলকরতে পেরেছে তৃণমূল৷ উত্‍খাত হয়ে যাওয়ার আশঙ্কা মাথায় নিয়েও বামফ্রন্ট ৫৯টি পঞ্চায়েত দখল করেছে৷ খেল আরও জমিয়ে দিয়েছে 'অমীমাংসিত' ফলাফল৷ ত্রিশঙ্কু ফল হওয়ায় এই জেলায় ৩৯টি গ্রাম পঞ্চায়েতের ভাগ্য ঝুলে আছে৷ গোঁজের মহিমা কী তা হাড়ে হাড়ে টের পাচ্ছে শাসকদল৷ তবে এই জেলায় সব থেকে বড় 'লুজার' কংগ্রেস৷ উত্তর ২৪ পরগনায় কংগ্রেসের যেটুকু নামগন্ধ ছিল তা-ও ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে৷ এমনকী দীর্ঘ কয়েক দশক ধরে হাতের মুঠোয় ধরে রাখা বাদুড়িয়াতেও দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস৷ আট বারের বিধায়ক আবদুল গফ্ফরের এলাকায় মাত্র একটি পঞ্চায়েত হাতে এসেছে কংগ্রেসের৷


উত্তর ২৪ পরগনায় শাসক দলের ভোট মেশিনারি পরিচালনার মূল নায়ক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর নিজের এলাকা হাবড়াতেই একাধিপত্য ধরে রাখতে ব্যর্থ৷ বিধানসভা নির্বাচনে তিনি ৪০ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন৷ অথচ পঞ্চায়েতে হাবড়া ১ নম্বর ব্লকের ৭ টি আসনের মধ্যে ৩টি আসনে জিতে গিয়েছে বামেরা৷ আবার হাবড়া ২ নম্বর ব্লকে মোট ৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র দু'টি৷ দু'টি দখল করেছে বামেরা এবং দু'টিতে ত্রিশঙ্কু অবস্থা৷ স্বরূপনগরেও ১০টির মধ্যে ৭টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বামেরা৷


কিন্ত্ত বসিরহাট এবং হাবড়ার ক্ষতি ব্যারাকপুর মহকুমায় কিছুটা পুষিয়ে দিয়েছে তৃণমূল৷ তড়িত্‍বরণ তোপদারের একদা খাসতালুক ব্যারাকপুর ১ এবং ২ নম্বর ব্লকের মোট ১৪টি গ্রাম পঞ্চায়েতের সবকটি দখল করেছে তৃণমূল৷ ঠিক তেমনি শাসনেও দীর্ঘ চার দশক পর সিপিএম ধুয়েমুছে সাফ৷ এই পঞ্চায়েতের ২২ টি আসনের ১১টিতে ভোটের আগেই জিতে গিয়েছিল তৃণমূল৷ অবশিষ্ট ১১টি আসনও গণনার দিন ছিনিয়ে নিয়েছে শাসকদল৷ দেগঙ্গা, বসিরহাট স্বরূপনগরে সংখ্যালঘু ভোটারদের একাংশ তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে৷ কারণ যে সমস্ত জায়গায় দল খারাপ ফল করেছে সেখানে সংখ্যালঘু ভোটারদেরই আধিক্য৷ বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকে এ নিয়ে শীর্ষ নেতৃত্বের প্রশ্নের মুখে পড়তে হতে পারে৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...