Welcome

Website counter
website hit counter
website hit counters

Twitter

Follow palashbiswaskl on Twitter

Tuesday, July 30, 2013

এখনও ঘাসফুলেই ছয়লাপ গ্রামবাংলা

এখনও ঘাসফুলেই ছয়লাপ গ্রামবাংলা

এখনও ঘাসফুলেই ছয়লাপ গ্রামবাংলা
সুমন চট্টোপাধ্যায়


ঘাসফুলে এখনও ছয়লাপ গ্রাম বাংলা৷ সোমবার গভীর রাত পর্যন্ত পঞ্চায়েত ভোটের যে ফল প্রকাশিত হয়েছে তার সার কথা এটাই৷ 

সতেরোটি জেলার মধ্যে তেরোটিতেই ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করে ফেলেছে তৃণমূল কংগ্রেস ---কোচবিহার , দক্ষিণ দিনাজপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , হুগলি , বর্ধমান , বীরভূম , বাঁকুড়া , পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর৷ দক্ষিণবঙ্গে একমাত্র নদিয়াতেই ঘাসফুলকে তুলনায় কিছুটা নিষ্প্রভ দেখাচ্ছে৷ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেরফলাফলেওযেএইপ্রবণতারব্যত্যয়হওয়ারনয় , সেই ইঙ্গিতওইতিমধ্যেপরিষ্কার৷পড়ে পাওয়াচোদ্দোআনার মতো বামেরা ভালফলকরেছেএকমাত্রউত্তরবঙ্গেরজলপাইগুড়িজেলায়৷ 

মুর্শিদাবাদে পরীক্ষিত সেনাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস সসম্মানে রক্ষা করতে পেরেছে তাদের দুর্গ৷ প্রভাবাধীন বাকি দুই জেলা মালদহ ও উত্তর দিনাজপুরে কংগ্রেসের ফল মোটেই আশানুরূপ হয়নি৷ নরেন্দ্রমোদী রপ্রধানমন্ত্রীপদ-পার্থীহওয়ারসম্ভাবনাসত্ত্বেওগ্রামবাংলায়দাঁতইফোটাতেপারেনিবিজেপি৷আরসিপিএমবাদেবামফ্রন্টের মেজ -সেজ -ছোটশরিকেরাতৃণমূলিআয়লায়কার্যতখড়কুটোর মতো ভেসেগিয়েছে৷ 

২০১১ -র বিধানসভা ভোটে গ্রাম বাংলায় তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা যে উত্তুঙ্গ মাত্রায় পৌঁছেছিল , চব্বিশ মাস পরে তা অটুট আছে কি না , থাকলেও কতটা আছে , এ বারের পঞ্চায়েত নির্বাচনে সেটাই ছিল সবচেয়েগুরুত্বপূর্ণদেখারবিষয়৷অম্বিকেশমহাপাত্ররগ্রেফতারথেকেকামদুনি হয়েঅনুব্রতমণ্ডলেরপ্রকাশ্যহুমকি , উপর্যুপরিএকটিরপরএকটিবিতর্কনিয়েকলকাতা শহর যেভাবেপ্রতিবাদে আন্দোলিতহয়েছে , গ্রামাঞ্চলে তারপ্রভাবসত্যিইকতটা পড়ল তার দিকেও চোখ ছিল যুযুধানসবশিবিরেরই৷তৃণমূলকংগ্রেসনেত্রীমমতাবন্দ্যোপাধ্যায় সেই অগ্নিপরীক্ষায়শুধুযেসসম্মানেউত্তীর্ণহয়েছেন তাই নয় , কলকাতারচারপাশেরলাগোয়াগ্রামাঞ্চলেওতাঁরদলেরজনপ্রিয়তায় আদৌ ভাটার টান লাগেনি৷পঞ্চায়েতভোটেএইফলের পরেমুখ্যমন্ত্রীরহাসিতো আরও চওড়া হবেই , কয়েক মাস পরেরলোকসভাভোটেওতিনি আরওবেশিআত্মপ্রত্যয়নিয়েএকলাচলাররাস্তায়সম্ভবতঅবিচলইথাকবেন৷ 

পশ্চিমবঙ্গে চতুর্মুখী লড়াই হলে বামপন্থীরা সবচেয়ে লাভবান হয় এটাই ছিল দীর্ঘদিনের স্বীকৃত সত্য৷ এ বারের পঞ্চায়েত ভোটের ফলাফল সেই সত্যটিকেও সাম্প্রতিককালে এই প্রথমবার মিথ্যা প্রমাণ করে ছেড়েছে৷ তার কারণ , তৃণমূলকংগ্রেসতাদের ভোট ধরে রাখতেপারলেও বাম -ভোটেযেভয়াবহধসনেমেছিলতাএকছটাকওভরাটহয়নিদু'বছরে৷ ফলে চারটিশিবিরেরমধ্যে একক ভাবেতৃণমূল কংগ্রেসেরভোটই এখন সর্বাধিক৷ ফলেবিরোধী ভোট বিভাজনেরযেসুফলসিপিএম ও তার শরিকেরাএতদিন পেত এ বার সেটাপাচ্ছেতৃণমূলই৷হয়তোঅনালোচিতএইবাস্তবটিমাথায়রয়েছেবলেইমুখ্যমন্ত্রীমমতাবন্দ্যোপাধ্যায়নিঃসংশয় হয়ে একাইপঞ্চায়েত ভোট লড়েছেন ,লোকসভাতেওলড়বেন৷সাম্প্রতিকএকটিজনমতসমীক্ষাতেওদেখাগিয়েছে , মাত্র৩২শতাংশ ভোট পেয়েই এককভাবেতৃণমূলকংগ্রেসলোকসভায়তেইশটিথেকেসাতাশটি আসন পেতেপারে৷পঞ্চায়েতভোটেরফলাফলইঙ্গিতদিচ্ছে , সেই অনুমানএকেবারেইভ্রান্ত নয়৷ 

তৃণমূল কংগ্রেসের পক্ষে একই রকম শ্লাঘার কথা , কংগ্রেসের সমর্থন ছাড়া তাদের পক্ষে রাজ্য দখল অসম্ভব এই প্রচলিত ধারণাটিকেও এ বারের পঞ্চায়েতে তারা ভ্রান্ত প্রমাণ করে ছেড়েছে৷ কারণ ফলাফলে স্পষ্টদেখাগিয়েছে , তৃণমূলেরসঙ্গে জোট না-হওয়ায়নিজেদেরখাসতালুকেকংগ্রেসযতটাক্ষতিগ্রস্তহয়েছে , তৃণমূলততটাহয়নি৷মুর্শিদাবাদেঅধীর-ম্যাজিকঅমলিনথাকলেওমালদহওউত্তরদিনাজপুরেগ্রামপঞ্চায়েতেসংখ্যাগরিষ্ঠ আসন পায়নিকংগ্রেস৷এই দুই জেলাতেইতৃণমূলকংগ্রেসতাদেরবাড়াভাতে ছাইঢেলেদেওয়ায়বামপন্থীরাকিছুটাঅপ্রত্যাশিতভাবেই ভাল ফলকরেছেন৷ অন্যদিকে , নদিয়াকিংবাজলপাইগুড়িতেকংগ্রেসেরজন্যতৃণমূলকংগ্রেসের ঠিককতটাক্ষতিহয়েছেতাএখনওপর্যন্তযথেষ্টপরিষ্কার নয়৷ সবারউপরেএইপঞ্চায়েতভোটেরফলাফলেযে বৃহত্তরছবিটিস্পষ্ট হয়ে উঠেছেতাহল , ঠিকএইমুহূর্তেদক্ষিণবঙ্গেতৃণমূলকংগ্রেসেরকোনও জোট -সঙ্গীরপ্রয়োজনইনেই৷রাজ্যেলোকসভার৪২টিআসনেরমধ্যে৩৪টিইদক্ষিণবঙ্গে৷উত্তরবঙ্গে আছে ৮টি যার মধ্যেআবারদার্জিলিংকেন্দ্রেভোটেরভাগ্যনিয়ন্তাবিমলগুরুংঅ্যান্ডকোং৷ 

বাম -জমানায় তাদের চমকপ্রদ নির্বাচনী সাফল্যের পরে বিরোধীরা যে -সব অভিযোগ করতেন , এ বার তারই হুবহু প্রতিধ্বনি শোনা যাচ্ছে লাল শিবিরে৷ অর্থাত্‍‌ পঞ্চায়েত ভোটের এই ফল জনমতের প্রতিফলন নয় , শাসকদলেরগা-জোয়ারিরপ্রত্যাশিতপরিণতি৷পশ্চিমবঙ্গেররাজনীতিতেএমনতরো 'রোল -রিভার্সাল ' হয়ে গিয়েছে বেশ কিছুকাল হল৷গ্রামবাংলায়একদাসিপিএমেরযেঅবস্থানছিল এখন সর্ব-অর্থে তারজায়গানিয়েছেতৃণমূলকংগ্রেস৷অন্যভাবেবলতেগেলেএইপঞ্চায়েতভোটেসংশয়াতীতভাবেপ্রমাণিত হয়ে গেল সিপিএমনয় ,পশ্চিমবঙ্গেররাজনীতিতেতৃণমূলকংগ্রেসই এখন প্রথম ও প্রধানরাজনৈতিকশক্তি৷আরসিপিএমপড়েছেআক্ষরিকঅর্থেইঅস্তিত্বেরসঙ্কটে৷ এমনএকটিঅনুকূলস্থিতাবস্থাকেবজায়রাখাই এখন মমতাবন্দ্যোপাধ্যায়েরসামনেসবচেয়ে বড়রাজনৈতিকচ্যালেঞ্জ৷

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...