এবারের ১৯শের সবটা উৎসব ছিল না। একটা প্রতিবাদী ধারা ক্রমেই সরব হচ্ছে। সন্মিলিত সাংস্কৃতিক মঞ্চ নজরুল জয়ন্তী অব্দি টানা অবস্থানের কর্মসূচী নিয়েছে। ওদিকে তাদের শিলচর স্টেশনের নাম পালটানো, ব্রডগেজ রেল লাইন, বাংলাদেশের মধ্যি দিয়ে যোগাযোগের দাবি ক্রমেই গোটা রাজ্যে সমর্থন পেতে শুরু করেছে। গুয়াহাটির বাঙালি সাহিত্য সংস্কৃতি সমাজ আগেই সমর্থন জানিয়েছিল। এবারে পুনরুচ্চারণ করেছে। রাজ্যের প্রধান বিরোধী দল এ আই ডি ইউ এফ এর বরাক উপত্যকার শাখা শুরু থেকেই এই আন্দোলনের পাশে ছিল। কিন্তু এবারে স্বয়ং দল নেতা বদরুদ্দীন আজমল করিমগঞ্জে ১৯শের অনুষ্ঠানে থাকলেন এবং দাবিগুলো নিয়ে সরব হলেন। সারা অসম ছাত্র সংস্থার উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্যও এবারে একই দাবিতে সোচ্চার হলেন। আশা করছি , এবারে সঠিক দিশার দিকে এগুবে লড়াই। শুধু দাবি আদায় বলেই নয়, উপত্যকা কিম্বা বাঙালি সংকীর্ণতার বাইরে বেরুতে শুরু করবেন ১৯শের লোকজন।
No comments:
Post a Comment