Two years not adequate to evaluate new government: Mamata
Banerjee
Mamata Banerjee's government will complete two years in office on May 20 and two days before that the government on Saturday announced its draft industrial policyto attract investment and to give incentives to the new entrepreneurs.
Industry Minister Partha Chatterjee told reporters that the government was keen to develop industrial park and industrial hub on PPP model.
"We have also incorporated in our draft policy the issues of land allocation and several incentive schemes which we will be offering to the industrialists who will come in our state for the purpose of setting up their units," Chatterjee said. He also pointed out that before drafting the new policy, his department had reviewed and studied industrial policies of several states which have flourished themselves by setting up industrial units. Chatterjee said that the state government was open to suggestions from various chambers and industries ''and we will incorporate those, if found practical, in the final industry policy''.
The government will soon publish a document on this new industry policy, Chatterjee added.
KOLKATA: On the eve of Trinamool Congress government's completion of two years in office, Chief Minister Mamata Banerjee today said, two years was not an adequate time to evaluate the performance of her government, which carried the 'baggage' of the Left Front regime.
"Two years is not a big time to evaluate a new government. It has on its head the legacy of 34-year rule of the previous regime, a huge debt burden of more than Rs 2 lakh crore and a completely crippled and demoralised government machinery," Banerjee said in a Facebook post.
The new government, headed by Mamata Banerjee, was sworn to power on May 20, 2011.
Outlining her government's achievements in the past two years "despite severe financial crunch", Banerjee said, West Bengal had exceeded the national average in some key performance parameters.
She gave examples of the GDP, agriculture and allied sectors, industry and services, saying that the state had grown faster than India as a whole in the period under review.
"While the country registered growth in GDP by 4.96 per cent, agriculture 1,79 per cent, industry 3.12 per cent and services 6.59 per cent, Bengal recorded 7.6 per cent, 2.56 per cent, 6.24 per cent and 9.48 per cent growth in the sectors respectively," Banerjee claimed.
She also claimed that revenue collection during 2012-13 fiscal exceeded the previous financial year's figure by nearly 30 per cent.
Industry Minister Partha Chatterjee told reporters that the government was keen to develop industrial park and industrial hub on PPP model.
"We have also incorporated in our draft policy the issues of land allocation and several incentive schemes which we will be offering to the industrialists who will come in our state for the purpose of setting up their units," Chatterjee said. He also pointed out that before drafting the new policy, his department had reviewed and studied industrial policies of several states which have flourished themselves by setting up industrial units. Chatterjee said that the state government was open to suggestions from various chambers and industries ''and we will incorporate those, if found practical, in the final industry policy''.
The government will soon publish a document on this new industry policy, Chatterjee added.
"Two years is not a big time to evaluate a new government. It has on its head the legacy of 34-year rule of the previous regime, a huge debt burden of more than Rs 2 lakh crore and a completely crippled and demoralised government machinery," Banerjee said in a Facebook post.
The new government, headed by Mamata Banerjee, was sworn to power on May 20, 2011.
Outlining her government's achievements in the past two years "despite severe financial crunch", Banerjee said, West Bengal had exceeded the national average in some key performance parameters.
She gave examples of the GDP, agriculture and allied sectors, industry and services, saying that the state had grown faster than India as a whole in the period under review.
"While the country registered growth in GDP by 4.96 per cent, agriculture 1,79 per cent, industry 3.12 per cent and services 6.59 per cent, Bengal recorded 7.6 per cent, 2.56 per cent, 6.24 per cent and 9.48 per cent growth in the sectors respectively," Banerjee claimed.
She also claimed that revenue collection during 2012-13 fiscal exceeded the previous financial year's figure by nearly 30 per cent.
Mamata Banerjee
Before we came to power, Jangal Mahal was crying and Darjeeling was burning. We have been able to bring in peace and development in Jangal Mahal and Darjeeling.
Our work in Jangal Mahal has become a model in the country. In Darjeeling, GTA has been constituted and started functioning.
Now both Jangal Mahal and Darjeeling are smiling.
We are grateful to Maa, Maati, Manush of Bengal for their massive mandate to usher in "Poriborton" by ending 34-years of Left misrule and tyranny and giving us the opportunity to recreate Bengal from hopelessness and despair.
আজ তাদের সবার উদ্দেশে তাই বিনম্র চিত্তে বলতে চাই...
"আমার মাথা নত করে দাও হে তোমার চরণধূলার তলে..."
Two years is not a big time to evaluate a new Government. It had on its head the legacies of a long 34-years regime, a huge debt burden of more than Rupees two lakh crore, and a completely crippled and demoralized government machinery.
Still, your inspiration and unstinted support made us work with tremendous zeal and get results.
In 2012-13, Bengal outperformed national average in key performance indicators. In GDP, agriculture and allied sectors, industry and services, the state grew faster than India as a whole. While India grew by 4.96%, 1,79%, 3.12% and 6.59%, Bengal clinched 7.6%, 2.56%, 6.24% and 9.48% growth rates in these sectors, thus proving beyond doubt, how committed we are to the purpose of rejuvenation and recreating a new Bengal.
Our revenue collection of Rs.32,000 Crore during 2012-13 exceeded previous financial year by nearly 30%, which is a record. We could have ploughed back the entire money to development work, but the Central Government deducted Rs.26,000 Crore directly from our accounts towards repayment of debts of the previous Left Front Government.
In, NREGA (100-days work), we are No. 1 in the country in terms of expenditure(107%) vis a vis funds received in 2012-13. In the previous regime this position used to vary between 17 and 23.
I must congratulate our farmers – the state has become No. 1 in Boro cultivation with less water from irrigation systems.
We have been able to nearly eliminate strikes and poor work culture. Loss of mandays due to strike have come down drastically from 78 lakh to 5 thousand. It is a marvelous record.
Across all sections of society – women, children, students, backward including minority communities, industrial workers, agricultural farmers and labourers, artisans, fishermen, artists, health workers etc – we have endeavored to extend them numerous government support for their rapid socio-economic transformation.
We dedicate our achievements to Maa, Maati, Manush of Bengal and once again resolve to do our best to make Bengal the No.1 state in the country.
আমাদের লক্ষ্য বাংলাকে বিশ্ব বাংলায় সুপ্রতিষ্টিত করা
"বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক…"
পুরনো কিছু অভিযোগ, আর সাফল্যের কয়েকটি পরিসংখ্যান। দু`বছর পূর্তিতে মুখ্যমন্ত্রীর ফেসবুক বার্তা যেন তাঁর দু`বছর ধরে বলে আসা দাবি আর অভিযোগেরই সংকলন। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও সরকারের মূল্যায়নের জন্য দু`বছর যথেষ্ট নয়। সরকারের মাথায় পূর্ববর্তী চৌত্রিশ বছরের দায় রয়েছে। পূর্ববর্তী বাম সরকারের ২ লক্ষ কোটি টাকার বেশি ঋণ রয়েছে সরকারের মাথায়। বাম আমলে সম্পূর্ণ ভেঙে পড়েছিল সরকারি ব্যবস্থা।
মুখ্যমন্ত্রীর দাবি, ঋণের বোঝা সত্ত্বেও ভাল কাজ করে দেখিয়েছে তাঁর সরকার। ২০১২-১৩ আর্থিক বছরে উন্নয়নের বেশ কয়েকটি সূচকে রাজ্যের পারফরম্যান্স জাতীয় হারের থেকে ভাল। জিডিপি এবং কৃষি, শিল্প ও পরিষেবা ক্ষেত্রে রাজ্যের বৃদ্ধির হার জাতীয় হারের থেকে বেশি। দেশের জিডিপি যেখানে ৪.৯৬ শতাংশ, পশ্চিমবঙ্গের বৃদ্ধির হার সেখানে ৭.৬। কৃষিক্ষেত্রে বৃদ্ধির জাতীয় হার ১.৭৯, সেখানে কৃষিক্ষেত্রে রাজ্যের বৃদ্ধির হার ২.৫৬ শতাংশ। শিল্পক্ষেত্রে ৩.১২ শতাংশ বৃদ্ধির জাতীয় হারকে ছাপিয়ে গিয়েছে রাজ্য। রাজ্যের বৃদ্ধির হার ৬.২৪ শতাংশ। পরিষেবা ক্ষেত্রে জাতীয় বৃদ্ধির হার ৬.৫৯ শতাংশ। যেখানে রাজ্যের বৃদ্ধির হার ৯.৪৮ শতাংশ। মুখ্যমন্ত্রীর দাবি, এই পরিসংখ্যানই প্রমাণ করছে নতুন বাংলা গড়তে তাঁর সরকার কতটা অঙ্গীকারবদ্ধ।
নিজের সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি মুখ্যমন্ত্রী দুষেছেন কেন্দ্রকে। মুখ্যমন্ত্রীর দাবি, ২০১২-১৩ আর্থিক বছরে ৩২ হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে। যা পূর্ববর্তী আর্থিক বছরের তুলনায় রেকর্ড ৩০ শতাংশ বেশি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই অতিরিক্ত টাকা উন্নয়নের কাজে লাগাতে পারছেন না কারণ কেন্দ্রীয় সরকার বাম আমলের ঋণের সুদ হিসেবে সরকারের অ্যাকাউন্ট থেকে ২৬ হাজার কোটি টাকা কেটে নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পেও রাজ্যের পারফরম্যান্সকে সর্বশ্রেষ্ট সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, একশো দিনের কাজে টাকা খরচের হিসেবে গোটা দেশে একনম্বর পশ্চিমবঙ্গ। বরাদ্দ টাকার একশো সাত শতাংশ খরচ করেছে রাজ্য। গত আর্থিক বছরে এই টাকা খরচের হিসেবে রাজ্য গোটা দেশে সতেরো থেকে তেইশ নম্বরের মধ্যে ছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর।
যদিও মুখ্যমন্ত্রীর বার্তায় উঠে আসেনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা। রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, হালফিলের সারদা চিটফান্ড কাণ্ড, পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা সবকটি বিষয়কেই এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: ২০ মে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ইতিমধ্যেই সরকারের সাফল্য নিয়ে পুস্তিকা প্রকাশ করেছে রাজ্য সরকার৷ এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সরকারের কাজের খতিয়ান দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লিখেছেন, একটা নতুন সরকারের কাজ বিচারের ক্ষেত্রে দু'বছর যথেষ্ট সময় নয়৷ বাম আমলের বিশাল অঙ্কের ঋণ এবং সরকারের পঙ্গুত্ব সত্ত্বেও মানুষের সমর্থনেই সরকার এই সাফল্য পেয়েছে৷
২০১২-১৩-তে কাজের সূচকের দিক থেকে জাতীয় স্তরের হিসেবকেও ছাপিয়ে গিয়েছে এ রাজ্য৷ জিডিপি, কৃষি থেকে শুরু করে শিল্প, কর্মসংস্থান, সব ক্ষেত্রেই গোটা দেশের তুলনায় এ রাজ্য দ্রুত এগিয়েছে৷ গত আর্থিক বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৩০ শতাংশ, যা রেকর্ড৷ এই টাকাটা উন্নয়নের স্বার্থে ব্যবহার করা যেত৷ কিন্তু বাম আমলের ঋণের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২৬ হাজার কোটি টাকা কেটে নিয়েছে৷ ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাম আমলে যেখানে ১০০ দিনের কাজের নিরিখে এরাজ্য ১৭ থেকে ২৩ নম্বর স্থানের মধ্যে ছিল, সেখানে বর্তমান আমলে এরাজ্য পয়লা নম্বরে৷ বোরো চাষেও এক নম্বরে উঠে আসার জন্য কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাকি সমস্ত ক্ষেত্রে এরাজ্যকে শীর্ষে নিয়ে আসার অঙ্গীকারও স্পষ্ট করেছেন তিনি৷
No comments:
Post a Comment