কলকাতা: ২০ মে রাজ্যে তৃণমূল সরকার প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ইতিমধ্যেই সরকারের সাফল্য নিয়ে পুস্তিকা প্রকাশ করেছে রাজ্য সরকার৷ এবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও সরকারের কাজের খতিয়ান দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লিখেছেন, একটা নতুন সরকারের কাজ বিচারের ক্ষেত্রে দু'বছর যথেষ্ট সময় নয়৷ বাম আমলের বিশাল অঙ্কের ঋণ এবং সরকারের পঙ্গুত্ব সত্ত্বেও মানুষের সমর্থনেই সরকার এই সাফল্য পেয়েছে৷ 
২০১২-১৩-তে কাজের সূচকের দিক থেকে জাতীয় স্তরের হিসেবকেও ছাপিয়ে গিয়েছে এ রাজ্য৷ জিডিপি, কৃষি থেকে শুরু করে শিল্প, কর্মসংস্থান, সব ক্ষেত্রেই গোটা দেশের তুলনায় এ রাজ্য দ্রুত এগিয়েছে৷ গত আর্থিক বছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৩০ শতাংশ, যা রেকর্ড৷ এই টাকাটা উন্নয়নের স্বার্থে ব্যবহার করা যেত৷ কিন্তু বাম আমলের ঋণের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২৬ হাজার কোটি টাকা কেটে নিয়েছে৷ ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, বাম আমলে যেখানে ১০০ দিনের কাজের নিরিখে এরাজ্য ১৭ থেকে ২৩ নম্বর স্থানের মধ্যে ছিল, সেখানে বর্তমান আমলে এরাজ্য পয়লা নম্বরে৷ বোরো চাষেও এক নম্বরে উঠে আসার জন্য কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বাকি সমস্ত ক্ষেত্রে এরাজ্যকে শীর্ষে নিয়ে আসার অঙ্গীকারও স্পষ্ট করেছেন তিনি৷ 

http://www.abpananda.newsbullet.in/state/34/36856