জেরার মুখে কুণাল, সাসপেন্ড শিখা
এই সময় ডিজিটাল ডেস্ক-- বিদ্রোহ ঘোষণা করার পর ২৪ ঘন্টা না কাটতেই সারদা কাণ্ডে ফের জেরার মুখে কুণাল ঘোষ। এদিন সকালে তৃণমূলের এই রাজ্যসভার সদস্যকে বিধাননগর কমিশনারেটে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবারও তাঁকে ফের জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে এদিন তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে বিধায়ক শিখা মিত্রকে।
উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেগেছিলেন কুণাল। একই মঞ্চ থেকে তাঁর সুরেই সুর মেলান তৃণমূলের অপর দুই সাংসদ তাপস পাল ও শতাব্দী রায়। তৃণমূলের বিদ্রোহী জুটি সোমেন-শিখার আয়োজনে ওই সভাটি বাস্তবে দলের মাথাদের বিরুদ্ধে কুণালদের ক্ষোভ প্রকাশের মঞ্চ হয়ে ওঠে। ঘটনার জেরে কুণাল-তাপস-শতাব্দীকে শো-কজ করেছে তৃণমূল। এদিন সাসপেন্ড করা হয় শিখা মিত্রকেও। স্বভাবতই এদিন যেভাবে হঠাত্ কুণালকে বিধাননগর কমিশনারেটে জেরা করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে শিখাকে, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, শুক্রবার তৃণমূলের শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেগেছিলেন কুণাল। একই মঞ্চ থেকে তাঁর সুরেই সুর মেলান তৃণমূলের অপর দুই সাংসদ তাপস পাল ও শতাব্দী রায়। তৃণমূলের বিদ্রোহী জুটি সোমেন-শিখার আয়োজনে ওই সভাটি বাস্তবে দলের মাথাদের বিরুদ্ধে কুণালদের ক্ষোভ প্রকাশের মঞ্চ হয়ে ওঠে। ঘটনার জেরে কুণাল-তাপস-শতাব্দীকে শো-কজ করেছে তৃণমূল। এদিন সাসপেন্ড করা হয় শিখা মিত্রকেও। স্বভাবতই এদিন যেভাবে হঠাত্ কুণালকে বিধাননগর কমিশনারেটে জেরা করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে শিখাকে, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
No comments:
Post a Comment