জরুরি পরিষেবায় আবশ্যিক নয় আধার কার্ড, বলল সুপ্রিম কোর্ট
এই সময় ডিজিটাল ডেস্ক: জরুরি পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয়। সোমবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। এক জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এদিন এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।
কেন্দ্রের যুক্তি ছিল, সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবেই এই প্রকল্প শুরু করেছিল সরকার। এই যুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং আধার কার্ড প্রকল্প স্বেচ্ছামূলক কি না, সেই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রকল্পে স্থগিতাদেশের আবেদনও জানানো হয়। শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানাল, জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার কোনও ভাবেই নাগরিকের আধার কার্ড রয়েছে কি না, তা দেখতে পারে না।
জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
কেন্দ্রের যুক্তি ছিল, সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবেই এই প্রকল্প শুরু করেছিল সরকার। এই যুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং আধার কার্ড প্রকল্প স্বেচ্ছামূলক কি না, সেই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রকল্পে স্থগিতাদেশের আবেদনও জানানো হয়। শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানাল, জরুরি পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার কোনও ভাবেই নাগরিকের আধার কার্ড রয়েছে কি না, তা দেখতে পারে না।
জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
No comments:
Post a Comment